বাজারে আসছে ‘নীল চা’, কী উপকার জানেন?

গ্রিন টি’র নাম তো সবাই শুনেছেন নিশ্চই৷ কিন্তু কোনও দিন ব্লু-টি বা নীল চায়ের কথা শুনেছেন কি? না শোনারই কথা। এবার বাজারে গ্রিন-টি, ব্ল্যাক-টি, রেড-টির পাশাপাশি এবার পাওয়া যাবে ব্লু-টিও। সারাদিনে কাজের মাঝে সব রকমের চাকে রাখুন বাদের খাতায়। নীল চা পান করুন। এই চায়ে আছে অনেক গুণ। আপনাকে সারাদিন তরতাজা রাখতে সাহায্য করবে। শুধু

বাজারে আসছে ‘নীল চা’, কী উপকার জানেন?

গ্রিন টি’র নাম তো সবাই শুনেছেন নিশ্চই৷ কিন্তু কোনও দিন ব্লু-টি বা নীল চায়ের কথা শুনেছেন কি? না শোনারই কথা। এবার বাজারে গ্রিন-টি, ব্ল্যাক-টি, রেড-টির পাশাপাশি এবার পাওয়া যাবে ব্লু-টিও। সারাদিনে কাজের মাঝে সব রকমের চাকে রাখুন বাদের খাতায়।

নীল চা পান করুন। এই চায়ে আছে অনেক গুণ। আপনাকে সারাদিন তরতাজা রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, এটি অ্যান্টি-অক্সিডেন্টের গুণে ভরপুর। বলিরেখার সমস্যা মানুষের নিত্য সঙ্গী, ত্বকের যে কোন সমস্যাকে ভুলে যান। ভরসা রাখুন নীল চায়ে৷ শরীরকে টক্সিনমুক্ত করে আপনাকে রাখবে দিনভর ফিট৷

নিয়মিত নীল-চা পান শরীরের সংক্রমনকেও নিয়ন্ত্রনে রাখবে৷ এছাড়া,ডায়েবেটিস রোগীদের জন্য নীল চা বিশেষ উপকারী৷ শরীরচর্চার দিক থেকেও এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান৷ নীল-চা ত্বক এবং চুলের যত্নেও ব্যবহার করা যায়৷ নিজেকে ফুল এনার্জেটিক রাখতে দিন শুরু করতে পারেন এক কাপ নীল চা দিয়ে। চিকিৎসকরা বলছে, চঞ্চলতা এবং হতাশা কাটানোর এক দারুন উপায় হলো এই নীল-চা৷ এমনকি, ক্যান্সারকেও দূরে রাখতে সাহায্য করে ব্লু-টি। নীল-চায়ের মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান যা ক্যান্সারের ঝুঁকিকে কমাতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =