এবার শিশুর কান্নার কারণ জানালে যন্ত্র

কলকাতা : সদ্যজাত শিশুদের কান্নার কারণ জানতে যন্ত্র আবিষ্কার আমেরিকার একদল গবেষকের৷ অটোমেটিকা সিনিসা পত্রিকায় এই দাবি করা হয়েছে৷ গবেষকদলের প্রধান জানিয়েছেন, একটি বিশেষ গাণিতিক পরিভাষার মাধ্যমে স্বয়ংক্রিয় শব্দ সনাক্তকরণ যন্ত্রের সাহায্যে শিশুদের কান্না বিশ্লেষণ করা সম্ভব৷ বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে আলাদা আলাদা কান্না শনাক্ত করা যাবে বলেই দাবি করা হয়েছে৷ শিশুরা নানান সময়ে

এবার শিশুর কান্নার কারণ জানালে যন্ত্র

কলকাতা : সদ্যজাত শিশুদের কান্নার কারণ জানতে যন্ত্র আবিষ্কার আমেরিকার একদল গবেষকের৷ অটোমেটিকা সিনিসা পত্রিকায় এই দাবি করা হয়েছে৷ গবেষকদলের প্রধান জানিয়েছেন, একটি বিশেষ গাণিতিক পরিভাষার মাধ্যমে স্বয়ংক্রিয় শব্দ সনাক্তকরণ যন্ত্রের সাহায্যে শিশুদের কান্না বিশ্লেষণ করা সম্ভব৷ বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে আলাদা আলাদা কান্না শনাক্ত করা যাবে বলেই দাবি করা হয়েছে৷

শিশুরা নানান সময়ে খিদে বা জ্বালায় অথবা শারীরিক সমস্যা হলে কেঁদে ওঠে৷ প্রত্যেকটির কান্নার ধরন আলাদা বলে জানিয়েছেন গবেষকদল৷ ওই যন্ত্র এবার সেই সমস্ত কান্নার রকমফের ধরে ফেলে বলে দেবে ঠিক কী কারণে কাঁদছে আপনার আদরের সন্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + nineteen =