অগ্রিম পারিশ্রমিক নিয়েও নাচেননি, ‘বিগ বস’ খ্যাত নর্তকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অগ্রিম পারিশ্রমিক নিয়েও নাচেননি, ‘বিগ বস’ খ্যাত নর্তকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মুম্বই: নাচ-গানের অনুষ্ঠান করবেন বলে অগ্রিম নিয়েছিলেন তিনি৷ কিন্তু, আগাম পারিশ্রমিক নেওয়া সত্ত্বেও ওই অনুষ্ঠান করেননি গায়িকা স্বপ্না চৌধুরী৷ এমনকী আয়োজকদের সঙ্গে যোগাযোগটুকুও করেননি৷ এই অভিযোগের ভিত্তিতেও মামলা হয়৷ তাতেই হরিয়ানার এই নৃত্যশিল্পী তথা গায়িকা স্বপ্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল৷ 

আরও পড়ুন- ব্যাকলেস পোশাকে ফুচকায় কামড় দিয়ে ভাইরাল পুনম, ঘাম ঝড়ল নেটিজেনদের

২০১৮ সালের ১৩ অক্টোবর৷ টাকা নিয়ে অনুষ্ঠান না করার অভিযোগে স্বপ্নার বিরুদ্ধে নালিশ জানাতে থানায় যান আয়োজকরা৷ সেই মামলার জল গড়ায় আদালতের দোরগোড়ায়৷ মঙ্গলবার ছিল মামলার শুনানি৷ অভিযুক্ত নর্তকীকে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠায় লখনউয়ের এসিজেএম আদালত।

 
জানা গিয়েছে, স্বপ্নার বিরুদ্ধে এটাই প্রথম নয়, প্রতারণায় অভিযোগ রয়েছে ভুড়িভুড়ি৷ ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় এই স্বপ্নার বিরুদ্ধেই বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সে সময়  ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর ‘বি’ ধারায় অভিযোগ দায়ের করা হয়৷ নানা ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে৷ স্বপ্নার পাশাপাশি তাঁর মা এবং ভাইয়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে৷ 

অভিযোগ, একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ অভিযোগ, বিগ বসের প্রাক্তন প্রতিযোগী স্বপ্নার সঙ্গে তাদের চুক্তি হয়েছিল যে, স্বপ্না তাদের কোম্পানি ছাড়া অন্য কোনও কাজ করতে পারবেন না৷ স্বপ্নার হয়ে তারাই বিভিন্ন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করবে বলেও স্থির হয়। ওই ট্যলেন্ট কোম্পানির সঙ্গে করা চুক্তিও স্বপ্না ভেঙেছিলেন বলে অভিযোগ। শুধু তই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়ে তা ফেরৎ দেননি বলেও দাবি। বিশ্বাসভঙ্গ এবং আর্থিক প্রতারণার অভিযোগে স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই সংস্থা।

২০১৮ সালের ওই ঘটনাতেও অভিযোগ, কথা দিয়েও কথা রাখেননি নর্তকী। অথচ চুক্তির কাগজে স্পষ্ট লেখা ছিল, মাঝপথে চুক্তিভঙ্গ করা যাবে না৷ সেখানে সাক্ষর করা সত্ত্বেও জলসায় উপস্থিত হননি স্বপ্না। এর পর চুক্তিভঙ্গের অভিযোগেই তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন আয়োজকরা৷ এ বার তাঁকে হাজিরা দিতে হবে আদালতে৷ জারি করা হল সমন৷ 

হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী, গায়িকা ও মঞ্চশিল্পী স্বপ্না চৌধুরীর জন্ম ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর। পরিবারের পাশে দাঁড়াতে খুব অল্প বয়সেই নাচকে পেশা হিসেবে বেছে নেন তিনি। গত কয়েক বছরে স্বপ্না বেশ পপুলার হয়ে ওঠেন৷ সোশ্যাল মিডিয়াতে তাঁর গানের ভিডিও ছড়িয়ে পড়তে থাকে৷ 

২০১৭ সালে রিয়ালিটি শো বিগ-বসে আসার পর তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণ। এর পর বলিউডি সিনেমায় বেশ কয়েকটি আইটেম নাচেও দেখা যায় তাঁকে। হরিয়ানায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। গায়িকা এবং নর্তকী হিসেবে হরিয়ানায় বেশ প্রসিদ্ধ তিনি।