বলিউডের বিতর্কিত ‘লাভ স্টোরি’! যেখানে বন্ধুর প্রেমিকের প্রেমে পড়েছিলেন এই নায়িকারা!

বলিউডের বিতর্কিত ‘লাভ স্টোরি’! যেখানে বন্ধুর প্রেমিকের প্রেমে পড়েছিলেন এই নায়িকারা!

মুম্বই:  বলিউড তারকাদের নিয়ে চর্চার অন্ত নেই৷ অভিনয় থেকে প্রেম, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নেটিজেনদের কাছে চাট মশলার চেয়ে কম চটকদার নয়৷ বলিউডে এমন কিছু সম্পর্ক রয়েছে, যা নিয়ে আজও চর্চা চলে৷ যে সম্পর্কে বান্ধবীর প্রেমিককে মন দিয়েছিলেন অভিনেত্রীরা৷ এই তালিকায় রয়েছে  দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, টুইঙ্কেল খান্না এবং হট সেনশেশন মালাইকা আরোরা৷ 

আরও পড়ুন- এ কী কাণ্ড! পার্সের বদলে বক্ষবিভাজিকায় টাকা গুজলেন উরফি, কালো পোশাকে ঝড় নেটপাড়ায়

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে এক সময় বলা হত প্লে বয়৷ একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ শিল্পা শেট্টির সঙ্গে তাঁর প্রেম কারও অজানা নয়৷ শিল্পা একবার নিজের মুখে জানিয়েছিলেন, কীভাবে তাঁকে ঠকিয়ে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। অন্যদিকে, সেই শিল্পা ছিলেন টুইঙ্কলের ভালো বন্ধু। সবটা জেনেই অক্ষয়কে মন দিয়েছিলেন ডিম্পল-কন্যাও৷ এর পর থেকে একে-অপরকে এরিয়ে চলতেই পছন্দ করেন তাঁরা।  

মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের অসমবয়সী প্রেম এমনিতেই চর্চায়। তবে অনেকেই হয়তো জানেন না, এক সময় সলমন-আরবাজের বোন, অর্থাৎ তাঁর ননদ অর্পিতার ভালো বন্ধু ছিলেন অর্জুন৷ ননদের প্রাক্তন প্রেমিকের সঙ্গেই এখন লিভ ইন সম্পর্কে রয়েছেন মালাইকার। আরবাজ-ঘরণী থাকার সময় অর্পিতা শুধু তাঁর ননদই ছিলেন না, দু’জনের মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্পিতার প্রাক্তন অর্জুনকেই ভালোবেসে ফেলেন মালাইকা। 

কেরিয়ারের শুরুর দিকে ‘ব্যান্ড বাজা বারাত’-ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা ও রণবীর সিং৷ সেই সময় অনুষ্কারে মন দিয়ে ফেলেছিলেন রণবীর৷ এক সঙ্গে ডেটও করেন তাঁরা৷ সেই সময় দীপিকা ছিলেন অনুষ্কার বেশ ভালো বন্ধু। এরপর হঠাৎই সেই সম্পর্কে চিড় ধরে৷ দীপিকার সঙ্গে প্রেম করতে শুরু করেন রণবীর। এর পরেই দীপিকা-অনুষ্কার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যদিও প্রসঙ্গে কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি৷ তবে ‘দীপবীরের’ রিসেপশনে গিয়েছিলেন অভিনেত্রী৷ আপাতত বিরাটের সঙ্গে সুখের সংসার অনুষ্কার।

রণবীর ঘরণী আলিয়া একসময় ছিলেন ক্যাটরিনা কাইফের ভেরি ক্লোজ ফ্রেন্ড। একসঙ্গে অ্যাওয়ার্ড শো-তে যাওয়া থেকে জিম করা, পার্টি করা, ঘুরতে যাওয়া, কী না করতেন৷ কিন্তু, হঠাৎই ক্যাটরিনাকে ছেড়ে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তখন থেকে আলিয়া-ক্যাটরিনার সম্পর্কেও দূরত্ব তৈরি হয়৷ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে আলিয়ার ছবিতে কমেন্ট করতে দেখা যায় ক্যাটকে৷ তবে আলিয়ার তরফে সেসবের পালা নেই বললেই চলে। বিয়েতেও একে-অপরকে নিমন্ত্রণ করেননি তাঁরা।