করোনায় আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, দেশে বাড়ছে সুস্থতার হার

করোনায় আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, দেশে বাড়ছে সুস্থতার হার

নয়াদিল্লি: ঝড়ের গতিতে ভারতে করোনায় সুস্থ হওয়ার হার৷ ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ রোগী সুস্থ হয়ে উঠেছেন করোনা থেকে৷ গত ২৪ ঘণ্টায় ভারতে ৫১,৭০৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ যার ফলে মঙ্গলবারের থেকে বুধবারে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেকটাই কমল৷ তবে এবার করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসপি বালসুব্রহ্মণ্যম৷

বুধবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের আক্রান্তের খবর প্রকাশ করেছেন ওই সঙ্গীতশিল্পী৷ এসপি বালসুব্রহ্মণ্যম ফেসবুকের ভিডিওতে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর বুকে হালকা ব্যাথা অনুভব করছিলেন৷ হালকা জ্বর ও সর্দি কাশি দেখা দিয়েছিল৷ তবে বিষয়টি মোটেও তিনি হালকাভাবে নেননি৷ তিনি সোজা হাসপাতালে চিকিৎসার জন্য যান৷ হাসপাতাল থেকেই করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে৷ তিনি জানিয়েছেন, তাঁকে নিয়ে চিন্তার কিছু নেই, তিনি সুস্থ আছেন৷ খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷ তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বেশ কিছু বলিউডের সিনেমায় গান গেয়েছেন৷

অন্যদিকে, ভারতে করোনায় অ্যাকটিভ কেসের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে৷ ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে৷ ভারতে করোনায় মোট মারা গিয়েছে, ৩৯ হাজার ৭৯৫ জন৷ করোনায় মৃতের সংখ্যা বাড়লেও ভারতে মৃত্যুর হারটা যথেষ্ট কম রয়েছে৷ ভারতে করোনায় মৃত্যুর হার ২.০৯ শতাংশ৷ তাঁদের মধ্যে অনেকের শরীরে কো-মর্বিটি রয়েছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =