ওয়াশিংটন: করোনা ভাইরাসের কার্যকরী প্রতিষেধক আবিষ্কারে বিশ্বজুড়ে পরিচালিত গবেষণা থেকে ভারাসের সম্পর্কে উঠে আসছে নানান নিত্যনতুন তথ্য। সেই সূত্রে আগেও বলা হয়েছে এই ভাইরাসের প্রভাব বেশ কয়েকটি ক্ষেত্রে মারাত্মক বলেই প্রমানিত হয়েছে। এবার করোনা ভাইরাসের এই মারাত্মক রূপান্তর নিয়ে সতর্ক করলেন মালয়েশিয়ার গবেষকরা। তাঁরা জানিয়েছেন কোভিড-১৯-এর পরিচিত রূপের তুলনায় ১০গুণ বেশি সংক্রামক এর একটি রূপান্তরিত প্রজাতি রয়েছে।
ডি ৬১৪জি নামে করোনা ভাইরাসের এই রূপান্তরিত প্রজাতি একটি ক্লাস্টারের ৪৫ টির মধ্যে কমপক্ষে তিনটিতে পাওয়া গিয়েছিল যা ভারত ফেরত এক রেস্তোঁরা মালিকের দেহে প্রথম ধরা পড়ে। ১৪ দিন হোম কোয়ারান্টিন নিয়ম লঙ্ঘনের ফলে সেই ব্যক্তিকে পাঁচ মাসের জেল ও জরিমানা করা হয়েছে। অন্যদিকে ফিলিপিন্স ফেরত ব্যক্তিদের দেহে অন্য একটি ক্লাস্টারেও সারস কোভ-২ এর এই মারাত্মক রূপান্তরটি পরিলক্ষিত হয়েছে।
ভাইরাসের আরও শক্তিশালী এই রূপান্তরের অর্থ এটাই হতে পারে যে এক্ষেত্রে ভ্যাকসিন সম্পর্কিত বিদ্যমান গবেষণা অসম্পূর্ণ বা অকার্যকর হতে পারে, বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য-মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ। ভাইরাসের এই নতুন শক্তিশালী রূপ মূলত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আগেই দেখা গিয়েছিল। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ভাইরাসের এই রূপান্তরের মারাত্মক আকার নেওয়ায় কোনও প্রমাণ নেই। সেল প্রেসে প্রকাশিত একটি গবেষণাপত্রেও বলা হয়েছে, বর্তমানে যে ভ্যাকসিনগুলি তৈরি হচ্ছে তার কার্যকারিতায় ভাইরাসের এই রূপান্তর খুব বেশি প্রভাব ফেলবে না।
রবিবার একটি ফেসবুক পোস্টে নূর হিশাম লিখেছেন, সাধারণ মানুষের সতর্ক হওয়া উচিত এবং আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এই রূপান্তর এখন মালয়েশিয়াতেও দেখা যাচ্ছে। কোনও রূপান্তর থেকে সংক্রমণের শৃঙ্খলকে একসঙ্গে ভেঙে ফেলতে সবাইকে একসঙ্গে সহযোগিতা করতে হবে বলেও সেখানে উল্লেখ করেছেন তিনি।এদিকে খ্যাতনামা মহামারীবিদ্ ডঃ অ্যান্থনি ফৌসির মতে করোনা ভাইরাসের এই নতুন রূপান্তর সংক্রমণের গতি বৃদ্ধি করবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়া শুরু থেকেই করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল। তবে সম্প্রতি দেশে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে যা ক্রমবর্ধমান। আরও বিস্তারিত দেখুন-https://timesofindia.indiatimes.com/home/science/malaysia-detects-new-coronavirus-strain-that-is-10-times-more-infectious/articleshow/77584112.cms এই লিঙ্কে৷