কবে পাওয়া যাবে করোনা টিকা? অবশেষে মুখ খুললেন সিরাম কর্তা

সবেমাত্র ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। এর মধ্যেই ধৈর্যহীন ভাবে যা যা খবর এই বিষয়ে প্রকাশ হয়ে তা অর্ধসত্য। যা একেবারেই কাম্য নয় বলে মনে করছেন আদার পুনাওয়ালা। আগামী ৬০ দিনের মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের মানবদেহে চূড়ান্ত পরীক্ষা ভারতে সম্পূর্ণ হবে। এরপরেই বাজারে টিকা পাওয়ার দিন ঘোষণা করা হবে।

 

নয়াদিল্লি: এখনই করোনা টিকা নিয়ে কিছু বলা সম্ভব নয়, আরও দুটি মাস অপেক্ষা করতে হবে, পুনের সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা এমনটাই জানলেন টুইটারে। করোনা টিকা কোভিশিল্ডে'র দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ঘিরে দেশ জুড়ে চরম প্রত্যাশার সৃষ্টি হয়েছে। নেট দুনিয়ায় এ বিষয়ে একাধিক ভুয়ো খবরও ছড়িয়ে পরছে। তাতেই ইতি টানতে বৃহস্পতিবার এই টুইট করলেন খোদ সংস্থার সিইও।

সবেমাত্র ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। এর মধ্যেই ধৈর্যহীন ভাবে যা যা খবর এই বিষয়ে প্রকাশ হয়ে তা অর্ধসত্য। যা একেবারেই কাম্য নয় বলে মনে করছেন আদার পুনাওয়ালা। আগামী ৬০ দিনের মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের মানবদেহে চূড়ান্ত পরীক্ষা ভারতে সম্পূর্ণ হবে। এরপরেই বাজারে টিকা পাওয়ার দিন ঘোষণা করা হবে। কিন্তু সম্প্রতি একটি ভুয়ো খবরে বলা হয়েছিল ৭৩ দিনে কোভিশিল্ড বাজারে পাওয়া যাবে। এই সমস্ত ভুয়ো খবরে মানুষ দ্বিধাগ্রস্থ হয়ে পড়বে বলে মনে করছে সংস্থা। আর ঠিক সেই কারণেই আদার পুনাওয়ালা টুইট করে এই কথা জানিয়ে দেন।

যদিও একথা সত্যিই, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা সাফল্য লাভ করছে। বুধবার পুনে মেডিক্যাল কলেজের দু’জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল একই সঙ্গে করা হচ্ছে। জানা গিয়েছে, ভারতের ১৭টি জোনে ১৬০০ জনের ওপর কোভিশিল্ডের ট্রায়াল করা হবে সিরাম ইনস্টিটিউটের তরফে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ব্রিটেনের প্রাথমিক ট্রায়ালেই দ্বিগুন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রমাণিত হয়েছে। শোনা গিয়েছে, বিল গেটস ফাউন্ডেশন এই টিকা তৈরিতে আর্থিক সহায়তা হিসাবে  ১৫ কোটি ডলার দান করার কথা ঘোষণা করেছে।

কোভিশিল্ডের দাম সাধারণ মানুষের নাগালে রাখার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, এই দাম সম্ভাব্য ২২৫ থেকে ২৫০ টাকার মধ্যে থাকবে বলে শোনা গিয়েছে। জানা গিয়েছে, আগামী দু'মাস যে সমস্ত স্বেচ্ছাসেবীদের দেহে এই টিকার ট্রায়াল করা হচ্ছে, তাদের নজরদারিতে রাখা হবে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, বুধবার ৭৬ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। করোনা ভয় নিয়েই আরও দু'মাস অপেক্ষা করে থাকতে হবে। ভারত বায়োটেক, ক্যাডিলা এবং সিরাম ইনস্টিটিউটের তিনটি ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *