করোনা মোকাবিলায় ভারত এগিয়ে, বাড়ছে সুস্থতার হার, বলছে কেন্দ্র

বুধবার সকাল আটটায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিনে দেওয়া তথ্যে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৭৮ হাজার ৩৫৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৩ জন। একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার ৪৫ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬৬ হাজার ৩৩৩ জন।

 

নয়াদিল্লি: বিশ্বের তুলনায় করোনা মোকাবিলায় সফল হচ্ছে ভারত, এমনটাই দাবি করছে স্বাস্থ্য মন্ত্রক। বিশ্বের গড় মৃত্যুর সঙ্গে তুলনায় ভারত অনেকটাই এগিয়ে আছে বর্তমানে। করোনায় বিশ্বের গড় মৃত্যুহার যেখানে ৩.৩ শতাংশ ভারতে সেখানে মৃত্যুহার মাত্র ১.৭৬ শতাংশ। কেন্দ্র জানিয়েছে, বিশ্বের মধ্যে ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যু সবথেকে কম।

বুধবার সকাল আটটায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিনে দেওয়া তথ্যে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৭৮ হাজার ৩৫৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৩ জন। একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার ৪৫ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬৬ হাজার ৩৩৩ জন। এদিকে, বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এ কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। বর্তমানে নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন মুখ্যমন্ত্রী।

দেশবাসীকে স্বস্তি দিচ্ছে একমাত্র সুস্থতার হার। দেখা যাচ্ছে ইদানিং রোজই বাড়ছে এই হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে করেছেন মোট ৬২ হাজার ২৬ জন। মোট সুস্থতার সংখ্যা ২৯ লক্ষ ১ হাজার ৯০৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৬.৯৮ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১ হাজার ২৮২ জন। আইসিএমআরে'র দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে মোট ১০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জনের। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার হারের পাশাপাশি দেশে কমছে মৃত্যুহারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে কম সংখ্যক মানুষ করোনায় মারা গিয়েছেন। ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে সেই সংখ্যা ১১০। ব্রাজিল ও ব্রিটেনের ক্ষেত্রে এই সংখ্যা  ১২ ও ১৩ গুণ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *