নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটে মথুরা থেকে লড়বেন কঙ্গনা রানাউত৷ এমনটাই কানাঘুষো৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্যঙ্গ করে হেমা মালিনী বলেছিলেন, “হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও দলে যোগ দেবে!” l তাঁর ভবিষ্যৎবানীই যেন মিলে গেল৷ সত্যি সত্যিই ভোটে লড়ার কথা ঘোষণা করে দিলেন বলিউডের ড্রামা কুইন। এখানেই খান্ত থাকেননি রাখি৷ একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের তুলনা করে বললেন, “মোদীজি পারলে আমি পারব না কেন?”
আরও পড়ুন- ব্ল্যাক বোল্ড ড্রেসে উষ্ণতার পারদ চড়ালেন ৪১-এর শ্বেতা, হটনেসে হোঁচট খেল নেটিজেনরা
প্রসঙ্গত, এর আগে নিজেকে মহত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেছিলেন রাখি সাওয়ান্ত৷ একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন৷ তিনি মুখ খোলা মানেই বিতর্ক৷ অন্যদিকে, বিতর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কঙ্গনার সঙ্গেও৷ সেই সঙ্গে তিনি নরেন্দ্র মোদীর অনুগামী বলেও পরিচিত৷ মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে তাঁর বিরোধ সকলেরই জানা৷ কিন্তু, কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবেন তা নিয়েই চলছিল জল্পনা৷ তবে সম্প্রতি শোনা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে মথুরা থেকে ভোটে লড়বেন কঙ্গনা রানাউত। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ হেমা মালিনীর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘‘ আমি আর এ বিষয়ে কী বলতে পারি… আমার আবার কী মত? সবই ভগবানের ইচ্ছে, শ্রীকৃষ্ণ যা চাইবেন…।” সেই সঙ্গে বিদ্রূপ করে বলেন, “ভালো তো, আপনারা চান শুধু তারকাদেরই চান। স্থানীয়দের তো দরকার নেই৷ কোনও দিন হয়তো রাখি সাওয়ান্তও যোগ দেবে! আবার ভোটে জিতেও যেতে পারে।”
এদিকে, তাঁকে নিয়ে মন্তব্য করতেই হেমাকে ধন্যবাদ জানান রাখি। সেই সঙ্গে জানিয়ে দেন এবার ভোটেও লড়বেন তিনি। এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও দেন রাখি। তাঁর কথায়, “চা করতে করতে যদি মোদীজি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমি কেন বলিউডে অভিনয় করতে করতে ভোটে লড়তে পারব না?”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>