অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে জল্পনার অবসান, তাও মাত্র দুদিনেই। এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে ফের একবার দাবি করে যুক্তরাজ্যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়ে দিল ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। শনিবারই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই করোনা ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি নিশ্চিত করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটেনের এই ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের দেহে সন্দেহজনক প্রতিক্রিয়া দেখা দেওয়ায় পরে চলতি সপ্তাহেই চলতি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অ্যাস্ট্রাজেনেকা। তবে তা সাময়িক ছিল বলেই জানিয়েছেন সংস্থা। এদিন এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ব্রিটেনের ওই স্বেচ্ছাসেবক সুস্থ হয়ে ওঠায় পুনরায় তারা ট্রায়াল পর্ব শুরু করছে।
তবে, সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তের জেরে তড়িঘড়ি, ভারত সহ আরও চারটি দেশে অক্সফোর্ডের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অ্যাস্ট্রাজেনেকার এই সিদ্ধান্ত ঘোষণার পরেই ভারতের সেরাম ইনস্টিটিউটের দাবি ছিল এখানে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে কোনো অসঙ্গতি দেখা যায়নি তাই ট্রায়াল জারি থাকবে। কিন্তু শেষমেশ ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শোকজ নোটিশ পাওয়ার পর তাঁরাও ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
সুরক্ষা পর্যালোচনা করার জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছিল, অ্যাস্ট্রাজেনেকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সাময়িক সিদ্ধান্তকে নিয়মিত পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ভ্যাকসিনটির নিরাপত্তা সংক্রান্ত তদন্ত শেষ কমিটির এবং কমিটির পক্ষ থেকে এমএইচআরএ-কে সুপারিশ করা হয়েছে যুক্তরাজ্যে এই ট্রায়াল পুনরায় শুরু করার পক্ষে ভ্যাকসিনটি নিরাপদ।