নয়াদিল্লি: গত ৫০ দিন ধরে যদিও দৈনিক আক্রান্তের দিক দিয়ে বিশ্বে ভারত এখন শীর্ষে। কিন্তু শুক্রবার পর্যন্ত সেই সংখ্যা অনেকটাই কমেছে। দেশে শুক্রবার নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। গত ৫দিনের নিরিখে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের নিচে অবস্থান করছে। চলতি মাসের গোড়ার দিকে যেখানে একদিনে রেকর্ড ১ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছিলেন, সেখানে টানা ৫ দিনের এই সংখ্যা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে দেখা গিয়েছে টেস্টের সংখ্যা বাড়লেও আক্রমণের সংখ্যা তেমন বাড়ছে না, যা স্বাভাবিক ভাবেই স্বস্তির বার্তা বহন করছে।
শুক্রবার সকাল ৮টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, ভারতে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৪১ জনের। সেক্ষেত্রে মৃত্যু হার কমেছে ১.৫৯ শতাংশ। ভারতে করোনা ভাইরাসের দ্বারা এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২ হাজার ২৯০ জনের। কিন্তু সুস্থতার হার বেড়েছে ৮১.৭৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৮১ হাজার ১৭৭ জন। ভারতে মোট ৪৭ লক্ষ ৫৬ হাজার ১৬৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৭০ হাজার ১১৬ জন। মোট আক্রান্তের ১৬.৬৭ শতাংশ এখন চিকিৎসাধীন। এই সংখ্যা গত ৭ আগস্ট ২০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষের গণ্ডি পেড়িয়েছিল। যায এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার ভারতে মোট ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯টি করোনা পরীক্ষা করা হয়েছে। স্বস্তির খবর, সেই তুলনায় আক্রান্তের সংখ্যা তেমন বাড়েনি।