আজ ‘সুপার ব্লাড মুনে’র দেখা পাবে বাংলা?

ওয়াশিংটন: আজ রাতে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যাবে৷ একটা নির্দিষ্ট সময়ের জন্য সূর্যের আলো গায়ে পড়বে না৷ যাকে বিজ্ঞানের ভাষায় বলে পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহন৷ বলা চলে এটাই এই বছরের একমাত্র চন্দ্র গ্রহণ৷ আজকে রাতে চাঁদকে দেখা যাবে এক অন্যরূপে যাকে ইংরাজিতে বলা হয় ‘সুপার ব্লাড মুন’৷ এই গ্রহণ দেখা যাবে শুধু মাত্র উত্তর আমেরিকা

আজ ‘সুপার ব্লাড মুনে’র দেখা পাবে বাংলা?

ওয়াশিংটন:  আজ রাতে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যাবে৷ একটা নির্দিষ্ট সময়ের জন্য সূর্যের আলো গায়ে পড়বে না৷ যাকে বিজ্ঞানের ভাষায় বলে পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহন৷ বলা চলে এটাই এই বছরের একমাত্র চন্দ্র গ্রহণ৷ আজকে রাতে চাঁদকে দেখা যাবে এক অন্যরূপে যাকে ইংরাজিতে বলা হয় ‘সুপার ব্লাড মুন’৷

এই গ্রহণ দেখা যাবে শুধু মাত্র উত্তর আমেরিকা সহ ইউরোপের কিছু দেশে৷ তবে ভারত সহ কলকাতায় এই দৃশ্য দেখা যাবে না৷ জ্যোতি বিজ্ঞানীরা বলছেন পি.এস.টি অনুসারে ২০ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টা৩০ মিনিটে এই গ্রহণ শুরু হবে৷ যা ভারতীয় সময় ২১শে জানুয়ারি সকাল প্রায় ৯টা বেজে যাবে৷ স্বভাবতই সূর্যের আলোতে চাঁদ ঢাকা পড়ে যাবে৷ যার দরুন এশিয়া মহাদেশের এই অলৌকিক মুহূর্তের সাক্ষী থাকা হবে না৷ শোন যায় এই গ্রহণের সময় চাঁদ কে খুব বড় দেখায়৷ কারণ এই সময় চাঁদ পৃথিবীর খুব কাছে থাকে৷ বৈজ্ঞানিকরা আরও বলছেন এই গ্রহণ বছরের মাঝামাঝি ওই জুলাই – এপ্রিল মাসে আবার দেখা যাবে৷ তখন ভারত থেকে এই ঘটনার সাক্ষী থাকা যাবে৷ তবে ইউরোপে সুপার মুন কে নিয়ে উদ্দীপনা এক অন্য মাত্রায় লক্ষ্য করা যায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 6 =