সাবধান! নেট দুনিয়ায় গুজব ছড়ালে কঠোর শাস্তি! টিকা নিয়ে নির্দেশিকা কেন্দ্রের

সাবধান! নেট দুনিয়ায় গুজব ছড়ালে কঠোর শাস্তি! টিকা নিয়ে নির্দেশিকা কেন্দ্রের

 

নয়াদিল্লি: গত ১৬ জানুয়ারি থেকে সারাদেশে জুড়ে করোনাভাইরাস টিকা প্রদান শুরু হয়ে গিয়েছে। ব্যাপক এই স্বস্তির বিষয়েও বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। মূলত নির্দিষ্ট একটি ভ্যাকসিনকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। ফলে অনেকেই করোনাভাইরাস ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। এর থেকেও আশঙ্কার বিষয় হল নেটদুনিয়ায় ভ্যাকসিন নিয়ে গুজব ছড়িয়ে দেওয়া। এবার এই নিয়ে রাজ্যগুলিকে আলাদা করে চিঠি পাঠানো হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

নেটদুনিয়ায় যতই করোনাভাইরাস টিকা নিয়ে কেউ গুজব ছড়াতে না পারে তার জন্য কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যগুলিকে আলাদা করে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। করোনাভাইরাস টিকা নিয়ে যাতে কেউ ভুল খবর ছড়িয়ে না ফেলে বা ইচ্ছা করে যদি করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে ভুল খবর ছড়ানো হয়ে থাকে তাহলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে সরকারকে। ভ্যাকসিন নিয়ে যাতে কোনরকম আতঙ্ক না ছড়ায় সেদিকেও খেয়াল রাখতে হবে বলে এই চিঠিতে জানানো হয়েছে। ইতিমধ্যে ভ্যাকসিন প্রদান করার পর বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার দাবি করেছে তাদের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোন সম্পর্ক নেই। যদিও ভ্যাকসিন এবং মৃত্যু দুটিকে একসঙ্গে দেখার পরে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। তাই এই পরিস্থিতির সুবিধা নিয়ে যাতে কেউ ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে ভুল খবর না ঝরিয়ে ফেলতে পারে তার জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার।

আমেরিকা, ব্রিটেনের পর গত ১৬ জানুয়ারি থেকে ভারতেও শুরু হয়ে গেছে করোনার টিকাকরণ। কিন্তু ভারতের যে হারে দ্রুততার সঙ্গে টিকাকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তা প্রথম বিশ্বের উন্নত দেশ গুলিকেও হার মানায়, এদিন এমনটাই দাবি করা হল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন সোশ্যাল মিডিয়ায় ভারতের করোনা টিকাকরণ সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করেন। তাতেই জানা গেছে, ১৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে প্রায় ১৬ লাখের কাছাকাছি করোনা যোদ্ধাকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য হল, প্রথম ৬ দিনেই প্রায় ১০ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন ভারতে। ভ্যাকসিন বন্টনের এই হার আমেরিকা এবং ব্রিটেনের চেয়ে বেশি। যেখানে ব্রিটেনের ১০ লাখ মানুষকে টিকা দিতে লেগেছিল প্রায় ১৮ দিন, সেখানে ওই একই কাজে আমেরিকার লেগেছিল ১০ দিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =