নয়া দিল্লি: প্রায় এক বছরেরও বেশি সময় ধরে করোনা ভাইরাসের অতিমারী বিশ্ব জুড়ে যে বিপর্যয় ডেকে এনেছিল তার হাত থেকে মুক্তি পায়নি ভারতও। ভ্যাকসিনের আবিষ্কার অনেকটা স্বস্তি দিয়েছে ঠিকই, কিন্তু দুশ্চিন্তার মেঘ এখনও পুরোপুরি কাটেনি। দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ। এরই মাঝে টিকা বন্টন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল স্বাস্থ্য মন্ত্রক।
এ পর্যন্ত ভারতে ৯৮ লক্ষের বেশি মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে, আর তার মধ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। করোনা টিকাকরণ বিষয়ে বৃহস্পতিবার এই তথ্য সামনে এনেছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। টিকা নেওয়ার পর মৃত্যু হলেও ওই ৩২ জনের মৃত্যুর জন্য আদেও করোনা টিকাই দায়ী কিনা সে বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ। গত ২৪ ঘন্টায় নতুন করে দুজনকে হাসপাতালে ভর্তি করার খবর মিলেছে।
এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়, “গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল করোনার টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ২১০৮০৯টি সেশনের মাধ্যমে দেশ জুড়ে করোনা টিকা পেয়েছেন মোট ৯৮৪৬৫২৩ জন। এর মধ্যে ৬২৩৪৬৩৫ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ, এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৬৪৯৩২ জন। এঁরা প্রত্যেকেই স্বাস্থ্যকর্মী।” ইতিমধ্যে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নথিভুক্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭৫% টিকাকরণ সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি।
গত কয়েকমাস ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল নিম্নমুখী। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে সংক্রমণের ছায়া চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮৮১ জন। এর ফলে এদেশে করোনা সংক্রমণের মোট সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ লক্ষের গণ্ডি। একদিনে প্রাণ হারিয়েছেন ১০১ জন।