আফগান: আফগান গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০০ জন৷ অভিযোগের তীর তালিবানের দিকে৷ উগ্রপন্থীরা একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে তা নিয়ে ন্যাশনাল ডায়রেক্টরেট অফ সিকিউরিটির দপ্তরের ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় বলে জানা গিয়েছে৷ ঘটনার ঠিক একদিন আগেই লোগার প্রদেশের রাজ্যপালের নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে তালিবানীরা৷ আত্মঘাতী সেই বোমায় মারা যায় ১০ জন নিরাপত্তা রক্ষি৷ গোটা আফগানিস্থান জুরেই নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ ব্যাপক আকার নিচ্ছে৷
গোয়েন্দা দপ্তরে তালিবানী হানায় মৃত ১০০
আফগান: আফগান গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০০ জন৷ অভিযোগের তীর তালিবানের দিকে৷ উগ্রপন্থীরা একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে তা নিয়ে ন্যাশনাল ডায়রেক্টরেট অফ সিকিউরিটির দপ্তরের ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় বলে জানা গিয়েছে৷ ঘটনার ঠিক একদিন আগেই লোগার প্রদেশের রাজ্যপালের নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে তালিবানীরা৷ আত্মঘাতী সেই বোমায় মারা যায় ১০ জন নিরাপত্তা