প্রবীণদের আর বিনামূল্যে টিকা নয়! প্রতি ডোজের দাম কত? জানুন বিস্তারিত

বেসরকারি হাসপাতালগুলিতে টিকা নিতে হলে দাম দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার

নয়াদিল্লি: মাস খানেক করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকা দেওয়ার পর এবার করোনা ভ্যাকসিনের দাম নির্ধারিত করে দিয়েছে কেন্দ্র সরকার। শিগগিরই দেশ জুড়ে শুরু হবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ প্রক্রিয়া। বেসরকারি হাসপাতাল গুলিতে গিয়ে প্রবীন নাগরিকদের টিকার জন্য কত দাম দিতে হবে এদিন বিবৃতির মাধ্যমে তা জানিয়েছে সরকার।

আগামীকাল অর্থাৎ ১ মার্চ থেকে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে। এযাবৎ কেবলমাত্র চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুলিশকর্মীর মতো প্রথম সারির করোনা যোদ্ধারা টিকা নিতে পারছিলেন। তাঁদের জন্য টিকা ছিল বিনামূল্যে। তবে এবার থেকে টিকার জন্য বেসরকারি হাসপাতাল গুলিতে ২৫০ টাকা করে দিতে হবে, এমনটাই জানিয়েছে সরকার। এদিন এক বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, “সরকার ৬০ বছরের উর্দ্ধে যে কোনো ব্যক্তি এবং কোভিডের উপসর্গযুক্ত ৪৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের জন্য করোনা টিকার প্রতি ডোজের দাম নির্দিষ্ট করে দিয়েছে, যেগুলি এবার থেকে বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে। প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দাম ধার্য করা হয়েছে।” যেহেতু করোনা টিকার দুটি ডোজ নেওয়া প্রয়োজন, ফলে বেসরকারি হাসপাতালে টিকার জন্য খরচ করতে হবে মোট ৫০০ টাকা।

অবশ্য করোনা টিকার জন্য নির্ধারিত এই দাম কেবল বেসরকারি হাসপাতালের জন্যই প্রযোজ্য। সরকারি হাসপাতাল গুলিতে সম্পূর্ণ বিনামূল্যেই এখনও মিলবে ভ্যাকসিন। কেন্দ্র জানিয়েছে, টিকাকরণের পরবর্তী পর্যায়টি দেশ জুড়ে অন্তত ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালে চলবে। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (AIIMS) ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, “করোনা টিকার এই দামটা ধার্য করা হয়েছে শুধুমাত্র ন্যূনতম প্রক্রিয়া ব্যয় তোলার জন্য। বেসরকারি হাসপাতালগুলির সেটা দরকার হবে। টিকার ট্রায়ালের জন্যেও এটা করা হয়েছিল। বেসরকারি সংস্থানগুলি যাতে ক্ষতির মুখোমুখি না হয়, তার জন্যেই এই ব্যবস্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =