দু’বছরে কতগুলি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প? জানাল মার্কিন মিডিয়া

ওয়াশিংটন: দু’বছর পূর্তি ঘিরে নয়া বিড়ম্বনায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন সংবাদমাধ্যম একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ক্ষমতা দখল করার পর থেকে নানা বিষয়ে ৮,১৫৮ বার মিথ্যা বা বিভ্রান্তিমূলক কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ স্বাভাবিক ভাবেই এর জেরে তুমুল হইচই পড়েছে প্রশাসনিক মহলে৷ প্রেসিডেন্টের মিথ্যা বলার পরিমাপও তুলে ধরা হয়েছে৷ যেমন দপ্তরে বসার

দু’বছরে কতগুলি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প? জানাল মার্কিন মিডিয়া

ওয়াশিংটন: দু’বছর পূর্তি ঘিরে নয়া বিড়ম্বনায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন সংবাদমাধ্যম একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ক্ষমতা দখল করার পর থেকে নানা বিষয়ে ৮,১৫৮ বার মিথ্যা বা বিভ্রান্তিমূলক কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ স্বাভাবিক ভাবেই এর জেরে তুমুল হইচই পড়েছে প্রশাসনিক মহলে৷

প্রেসিডেন্টের মিথ্যা বলার পরিমাপও তুলে ধরা হয়েছে৷ যেমন দপ্তরে বসার প্রথম বছরে গড়ে প্রতি দিনে ৫.৯ বার করে মিথ্যা বা বিভ্রান্তিমূলক দাবিদাওয়া করতে শোনা গিয়েছে তাঁকে৷ দ্বিতীয় বছরে সেই পরিসংখ্যানই বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫-এ৷ এ ব্যাপারে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ‘দ্য ফ্যাক্ট চেকার ডেটাবেস’-এর বিশ্লেষণ তুলে ধরেছে৷ সংবাদ মাধ্যমের দাবি, সবচেয় বেশি বিভ্রান্তিমূলক তথ্য বলেছেন অভিবাসন নিয়ে৷ গত তিন সপ্তাহেই এমন দাবির সংখ্যা ৩০০৷ সব মিলিয়ে সংখ্যাটি ১৪৩৩৷ দৈনিকটি জানাচ্ছে, ‘আমরা এই কাজটা শুরু করেছিলাম প্রেসিডেন্টের প্রথম ১০০ দিনের কাজ নজরে রাখব বলে করেছিলাম৷ কারণ যে হারে উনি অসমর্থিত মন্তব্য করে যাচ্ছিলেন তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিলাম না৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =