কলকাতা: প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী৷ শারীরিক অসুস্থতা নিয়ে গত দু’দিন হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী৷ সোমবার ভোর ৪টেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সোমবার ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে শঙ্কর চক্রবর্তী লেখেন, ‘‘ভরা থাক স্মৃতিসুধায়।’’ সোনালীর স্বামী প্রখ্যাত অভিনেতী শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী৷ অবশেষ জীবন যুদ্ধে পরাজিত হলেন তিনি৷
আরও পড়ুন- কলকাতায় এসে বাঁধন ছাড়া অনুষ্কা! লোভ সামলাতে না পেরে কী কী খাবার চাখলেন নায়িকা?
সকালেই অভিনেত্রীর মরদেহ তাঁর বাসভবনে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে খবর, কেওড়াতলা মহাশ্মশানে অভনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে৷ দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে সোনালি চক্রবর্তী। রঙ্গমঞ্চ থেকে সিনেমা, সিরিয়াল, সর্বত্রই ছিল তাঁর অবাধ বিচরণ। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী। হাসপাতালেও ভরতি করা হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের কাজ শুরু করেছিলেন। জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র মুখ্য চরিত্র খড়ির (শোলাঙ্কি রায়) জেঠিমার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন সোনালি চক্রবর্তী। গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে লড়াই শেষ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>