শাটডাউন: দেশের অর্থনৈতিক অচলাবস্থার মাঝে লাটে মার্কিন নিরাপত্তা

ওয়াশিংটন: মার্কিন প্রশাসনের একাংশের অচলাবস্থার কারণে ব্যাহত হচ্ছে দেশের নিরাপত্তা ব্যাবস্থা। সতর্ক করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই র স্পেশাল এজেন্টরা৷ সরকারের আংশিক শাটডাউন পড়েছে পঞ্চম সপ্তাহে। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে ট্রাম্পের অর্থ বরাদ্দের প্রস্তাবে রাজি হননি ডেমোক্র্যাট প্রতিনিধিরা। তুমুল বিরোধিতার মুখে অনড় ট্রাম্পের পালটা চাল৷ সই করেননি সরকারি ব্যয়বরাদ্দে৷ আর এর জেরে বড়দিনের

2ee8179fb298bf90e4e1c54ae4c4dfbd

শাটডাউন: দেশের অর্থনৈতিক অচলাবস্থার মাঝে লাটে মার্কিন নিরাপত্তা

ওয়াশিংটন: মার্কিন প্রশাসনের একাংশের অচলাবস্থার কারণে ব্যাহত হচ্ছে দেশের নিরাপত্তা ব্যাবস্থা। সতর্ক করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই র স্পেশাল এজেন্টরা৷

সরকারের আংশিক শাটডাউন পড়েছে পঞ্চম সপ্তাহে। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে ট্রাম্পের অর্থ বরাদ্দের প্রস্তাবে রাজি হননি ডেমোক্র্যাট প্রতিনিধিরা। তুমুল বিরোধিতার মুখে অনড় ট্রাম্পের পালটা চাল৷ সই করেননি সরকারি ব্যয়বরাদ্দে৷ আর এর জেরে বড়দিনের ছুটির মরশুম থেকে মার্কিন সরকারি দপ্তরগুলির ঝাঁপ বন্ধ হতে শুরু করে৷ আক্ষরিক অর্থেই শাটডাউন৷

মোট একুশ লক্ষ সরকারি কর্মীর তিনভাগের একভাগের বেশি আক্রান্ত৷ এর মধ্যে ৩,৮০,০০০ কর্মীকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে৷ বাকি ৪,২০,০০০ যাঁরা কাজ করেন জরুরি পরিষেবায়, তাঁদের কাজ করে যেতে হবে বিনা বেতনে৷ বরাদ্দ বন্ধ থাকায় শিশুপাচার, মাদকপাচার, অর্থ তছরুপ, হিংসাত্মক অপরাধ থেকে সন্ত্রাসবাদ মোকাবিলার পদক্ষেপ ব্যাহত হচ্ছে৷ দেশের নিরাপত্তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা৷ একথা জানিয়েছে এফবিআই-এর ১৩,০০০ স্পেশাল এজেন্টের একটি গ্রুপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *