মধ্য-পশ্চিম আমেরিকার একটা বিরাট অংশে চলছে প্রবল তুষারপাত। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা নেমেছে শূন্যেরও নীচে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫। ১০টি রাজ্যে বেশ কয়েকটি সরকারি অফিস বন্ধ করে দিতে হয়। ইলিনয়েস, আইওয়া, মিন্নেসোটা, ডাকোটার মতো বহু শহরে বন্ধ ডাকবিলিও।
শিকাগোসহ বিভিন্ন বিমান বন্দর থেকে ২৭০০ টি উড়ান বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন চলাচলও। সেখানে তাপমাত্রা নামতে পারে শূন্যের ২৭ ডিগ্রি নীচে। সবমিলিয়ে আমেরিকার ২১ কোটি ২০ লাখ মানুষ এই শৈত্যপ্রবাহের কবলে। এই অবস্থা চলবে আগামি সোমবার পর্যন্ত। সরকারের পক্ষ থেকে নাগরিকদের বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে। কেননা, এই প্রবল শীতে তাদের তুষারক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ঠান্ডা স্মরণকালের মধ্যে দেখেননি। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৪০ থেকে ৬১ ডিগ্রি সেলসিয়াস।