ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ফের ধাক্কা খেল। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সাকলিন সইদা। কিন্তু তাঁকে স্বীকৃতি দিতে নারাজ ঢাকা। তারা তাঁর জায়গায়অন্য কাউকে নিয়োগ করতে বলেছে। পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, শেখ হাসনিরা সরকার সাকলিনকে প্রত্যাখ্যানের কোনও কারণ জানায়নি।
গত ফেব্রুয়ারিতে রফিকুজ্জামান সিদ্দিকির অবসরের পর পদটি খালি রয়েছে। সালতিন ইসলামাবাদের বিদেশ মন্ত্রকে কর্মরতা। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। শেখ হাসিনা যারা স্বাধীন দেশে থেকে পাকিস্তানকে এখনও ভালবাসে, তাদের শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রক তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে। দুবছর আগে পাক দূতাবাসের একটি ভিডিও পোস্ট নিয়েও ঢাকা-ইসলামাবাদের মধ্যে উত্তদেনা হয়েছিল।