কলকাতা: অতিক্রান্ত ১৭ দিন৷ এখনও হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ‘ব়িয়্যাল ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা৷ আর বটবৃক্ষের মতো তাঁর মাথায় উপর ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছেন বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী৷ একটা মুহূর্তের জন্যেও ঐন্দ্রিলাকে একা ছাড়ছেন না তিনি৷ ‘আইসিইউ-র বাইরে দাঁড়িয়ে তাঁর প্রতিটা মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে৷
আরও পড়ুন- জয়ার মেঘবরণ চুল দেখেই প্রেমে পড়েছিলেন বিগ বি! ফাঁস করলেন বিয়ের নেপথ্য কাহিনি
১ নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী৷ তার পর থেকেই হাওড়ার বেসরকারি হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা৷ সেই সঙ্গে লড়াই করে চলেছে তাঁর গোটা পরিবার আর বন্ধু সব্যসাচী৷ প্রিয় মানুষটা যে হাসপাতালের বিছানায় শুয়ে৷ সারা শরীরে নল লাগানো৷ মনিটর থেকে চোখ সরছে না তাঁর৷ কখন রক্তচাপ বাড়ে-কমে৷ পালসই বা কত? এক দৃষ্টে সে দিকেই নজর রাখছেন সব্য৷ এক প্রত্যক্ষদর্শী জানান, এক মুহূর্তের জন্যেও হাসপাতাল থেকে বেরচ্ছেন না অভিনেতী৷
আরও জানা গিয়েছে, ভিজিটিং আওয়ারে তাঁকে বাইরে বেরতে দেখেননি কেউ৷ সবাই চলে গেলে একবার বাইরে আসেন৷ এখন হাসপাতাল কর্মীদের জন্য বরাদ্দ লিফটই ব্যবহার করেন সব্যসাচী৷ এতদিন হাসপাতালের সকলের সঙ্গেই চেনা হয়ে গিয়েছে৷ এমনকী সন্ধ্যেবেলা হাসপাতালের বাইরে থাকা ছোট ছোট দোকান থেকে ম্যাগি খেয়েই পেট ভরিয়ে নিচ্ছেন তিনি৷ কখনও কখনও তাঁর দু’চোখে বেয়ে গড়িয়ে পড়ছে জল৷ এক প্রথম সারির সংবাদমাধ্যমকে ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি সব্যসাচীকে বসে থাকতে দেখে প্রশ্ন করেছিলেন কেমন আছেন ঐন্দ্রিলা? বলেন, ‘ভালো নেই৷’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>