তৃতীয় ঢেউ রুখতে প্রত্যন্ত এলাকায় অক্সিজেনের ব্যবস্থার উদ্যোগ

তৃতীয় ঢেউ রুখতে প্রত্যন্ত এলাকায় অক্সিজেনের ব্যবস্থার উদ্যোগ

2c1b5a51c54f32a9e30b5ff83753ea3b

কলকাতা: চৌকাঠে কড়া নাড়ছে কোভিডের তৃতীয় ঢেউ৷ বাড়তে পারে সংক্রমণের সংখ্যা৷ তাই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সময় থাকতেই তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য৷ তারই নয়া পদক্ষেপ হিসেবে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এবার রাজ্যের প্রতিটি জেলায় অক্সিজেন প্লান্ট তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য৷

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক অজয় চক্রবর্তী বলেন, ‘‘এখনও পর্যন্ত রাজ্যে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেনি৷ তবে বহুক্ষেত্রেই অক্সিজেনের ঘাটতি সামনে এসেছিল৷ বিশেষত, এই ঘাটতি সবচেয়ে বেশি দেখা গিয়েছিল কয়েকটি জেলার প্রত্যন্ত এলাকায়৷ তাই তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে আমরা আগে থেকেই সতর্ক রয়েছি৷’’

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, প্রত্যন্ত এলাকার হাসপাতালের পরিকাঠামো মানোন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে৷ সবমিলিয়ে পাঁচ হাজার অক্সিজেন কন্সেনট্রেটরের ব্যবস্থা করা হচ্ছে৷ ছাড়াও ১১৫ টিরও বেশি প্রেশার স্যুইং অ্যাডসর্পশন বা পিএসএ অক্সিজেন প্লান্ট তৈরির কাজ চলছে। এরই পাশাপাশি একাধিক জেলায় গড়ে তোলা হচ্ছে ১৩টি লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট (এলএমপি)৷

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যে সব এলাকায় বিশেষ সংক্রমণ দেখা যায়নি এবারে সেই সব এলাকায় বাড়তে পারে সংক্রমিতের সংখ্যা৷ ফলে প্রত্যন্ত এলাকাগুলিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকছে৷ প্রসঙ্গত, তুলনামূলকভাবে কলকাতায় সংক্রমণ কমলেও উত্তর ২৪ পরগণায় কিন্তু সংক্রমণ কমেনি৷ তবে এদফায় দুই বঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলে, বিশেষত প্রত্যন্ত এলাকায় সংক্রমণ বাড়তে পারে৷ এমন আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা করছে রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *