করোনার দোসর হতে চলেছে ইনফ্লুয়েঞ্জা! একই সময়ে দুটি মহামারীর ত্রাস

করোনার দোসর হতে চলেছে ইনফ্লুয়েঞ্জা! একই সময়ে দুটি মহামারীর ত্রাস

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি আরো বেশি জটিল আকার ধারণ করতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। এই নিয়ে চিন্তার এবং আতঙ্কের কোন শেষ নেই। কিন্তু এরই মধ্যে নতুন এক গবেষণা সাধারণ মানুষের ভয়ে আরো যে কত গুণ বাড়িয়ে দিলো তার কোন ইয়ত্তা নেই। কারণ এবার মনে করা হচ্ছে করোনাভাইরাসের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মহামারী শুরু হবে। কারণ আবার মাথাচাড়া দিয়ে উঠছে এই ফ্লু ভাইরাস।

আরও পড়ুন- একদিনে ১ কোটি ৩৩ লক্ষ! টিকায় নয়া রেকর্ড দেশের, সংক্রমণে চিন্তা

আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ পেয়েছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটি। তাৎপর্যপূর্ণ ব্যাপার ঠিক এই সময়েই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা রয়েছে। সুতরাং আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই একই সময়ে দুটি ভাইরাস দাপট দেখাবে! এই সময়কে একটি নতুন পর্ব বলে ধরা হচ্ছে এবং যার নাম দেওয়া হয়েছে ‘টুইনডেমিক’। অর্থাৎ দুটি মহামারী একই সঙ্গে। স্বাভাবিকভাবে যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সাধারণত সারা বছর মানুষ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়। এটি সাধারণ জ্বর এবং সর্দির কারণ। কিন্তু এই মরশুমে মনে করা হচ্ছে যে সাধারণভাবে যত মানুষ আক্রান্ত হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের থেকে আরো বেশি মানুষ আক্রান্ত হবে। তবে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে সেই ব্যাপারেও গবেষণায় প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রেও টিকাকরণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- কৌন বনেগা ক্রোড়পতি হলেন দৃষ্টিহীন শিক্ষিকা

গবেষণা বলছে, যত পরিমাণ টিকাকরণ সম্ভব হবে ততো পরিমাণ ভাইরাসের কবল থেকে মুক্তি পাওয়া যাবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা দেওয়া আরো বেশী বাড়াতে হবে এবং একই সঙ্গে চলবে করোনাভাইরাস টিকাকরণ। এভাবেই মহামারী আবহ কাটিয়ে উঠতে পারবে সাধারণ মানুষ। যদিও এই আতঙ্ক শুধুমাত্র ভারতের জন্য নয়, গোটা বিশ্বের একাধিক দেশে একই রকম পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eight =