ওয়াশিংটন: দেশে জাতীয় জরুরি অবস্থা চালু করার সময় ঘনিয়ে এসেছে৷ শনিবার এমনটাই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, দক্ষিণ মেক্সিকো থেকে আমেরিকায় অনুপ্রবেশ রুখতে এবার দেশে জরুরি অবস্থা জারি করতে হবে৷ কারণ জরুরি অবস্থা জারি হলে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই ট্রাম্প দক্ষিণ মেক্সিকোর সীমান্তে পাঁচিল তুলে দিতে পারবেন৷
সেক্ষেত্রে সেই খাতে যে অর্থবরাদ্দ হওয়ার কথা, তা ঠিক করতে তিনি নিজের সিদ্ধান্তেই বাজেট করতে পারবেন৷ এক্ষেত্রে মার্কিন কংগ্রেসের মতানৈক্য ধোপে টিকবে না৷ তাই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবার জাতীয় জরুরি অবস্থা জারি করার জন্য জোর সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি এও বলেন, মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার বিষয় নিয়ে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে যে বোঝাপড়া চলছে, তা সময়ের অপব্যয় করা৷ মার্কিন এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ট্রাম্প একথাগুলি বলেন৷