করোনার পর ধরা পড়ছে ব্লাড সুগার!

করোনার পর ধরা পড়ছে ব্লাড সুগার!

নয়াদিল্লি: করোনা হলে সঙ্গে আরও অনেক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে প্রথম ঢেউয়ের সময় থেকেই। করোনা থেকে সেরে উঠলেও সঙ্গে সঙ্গে না হলেও, অনেকদিন পরও নতুন করে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে অস্বাভাবিক হারে, তেমনই ডায়াবেটিসের রোগীদের অবস্থার অবনতি ঘটছে। 

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই কোভিডে আক্রান্ত হওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। চিকিৎসকদের সমীক্ষায় দেখা গিয়েছে, এমন অনেক রোগী আছেন, যাঁদের ডায়াবেটিস ছিল না, অথচ করোনা আক্রান্ত হওয়ার পর হাই ব্লাড প্রেসারের লক্ষণ দেখা দিয়েছে। 

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ নিয়ে আসার খবরে প্রমাদ গুণছে গোটা দেশ। এবার করোনায় আরও কোনও নতুন উপসর্গ দেখে দেবে কি না? তৃতীয় ঢেউ নতুন করে কোনও পোস্ট কোভিড লক্ষণ নিয়ে হাজির হবে কি না? এই আশঙ্কা এখন ঘোরাফেরা করছে সকলের মনে। আর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোকে ঘিরে যেভাবে মানুষ আবেগাপ্লুত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছেন, তাতে তৃতীয় ঢেউ আসার ইঙ্গিত আরও জোরালো হচ্ছে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ এমনকি গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনার জেরে কখনও লকডাউন, আবার কখনও এমনিতেই ঘরবন্দি অবস্থাতেও মানুষের চেতনা না ফেরায় অবাক চিকিৎসক মহল৷ ইতিমধ্যেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে দ্রুত গতিতে৷ এবার তা হু হু মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে৷ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় প্রমাদ গুনছেন বিশেজ্ঞরা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *