নয়াদিল্লি: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার পথে এসেছিল ভারত কিন্তু এখনই আবার এক নতুন প্রজাতির আগমন ঘটেছে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে এখন উদ্বেগ এবং আতঙ্ক বর্তমান গোটা বিশ্ব জুড়ে। ইউরোপের ছাড়াও বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ভারতে এখনো পর্যন্ত সেই রকম কোন পরিকল্পনা নেওয়া হয়নি। কিন্তু এবার হয়তো সেই পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার।
ওমিক্রন আতঙ্ক তৈরি হয়েছে চারিদিকে এবং সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু হতে পারে। জানা গেছে আগামী মাসেই এই নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। এই কমিটি নির্ধারণ করবে যে কাদের এই ডোজ প্রয়োজন রয়েছে বা দ্বিতীয় এবং তৃতীয় ডোজের মধ্যে কত দিনের ব্যবধান থাকতে হবে সেই সমস্ত কিছু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিনে নতুন প্রজাতির কারণে বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি আরো জটিল হওয়ার পথে। তাই তাড়াতাড়ি ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল যে করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের কারণে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবথেকে বেশি। সেই প্রেক্ষিতে শিশুদের করোনাভাইরাস টিকা দেওয়ার কাজ শুরু করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্র যা এখনো ট্রায়াল’ পর্যায়ে রয়েছে। এদিকে কিছুদিন আগে এইমস প্রধান স্পষ্ট জানিয়েছিলেন যে, এখন করোনাভাইরাস টিকার বুস্টার ডোজের দরকার নেই। কিন্তু এখন হঠাৎ এই নতুন প্রজাতির বাড়বাড়ন্তের কারণে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে।