নয়াদিল্লি: আগামী বছর ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা থেকে শুরু করে ষাটোর্ধ্ব নাগরিক এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে তারা এই ডোজ পাবেন। তবে এখন প্রশ্ন, বুস্টার টিকা পেতে কি কোমর্বিডিটির শংসাপত্র লাগবে? এই প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই রকম কোনও শংসাপত্র লাগবে না।
কেন্দ্রের তরফে জানান হয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সিরা যাঁরা দু’টি কোভিড-১৯ টিকা নিয়েছেন তারা কোনও রকম প্রমাণপত্র ছাড়াই বুস্টার ডোজ নিতে পারেন। আগে ঘোষণা করা হয়েছিল কোমর্বিডিটি রয়েছে এমন প্রবীণ নাগরিকেরাই দু’টি টিকা নেওয়ার পরে বুস্টার ডোজ পাবেন এবং তাদের প্রয়োজনীয় প্রমাণপত্র পেশ করতে হবে। কিন্তু এখন জানিয়ে দেওয়া হল যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বা চিকিৎসকের দেওয়া কোনও শংসাপত্র বা প্রমাণপত্র কিছুই লাগবে না। উল্লেখ্য, ডায়াবিটিস, কিডনির সমস্যা, হৃদযন্ত্রের সমস্যার মতো সমস্যা থাকলে তাকে কোমর্বিডিটি বলা হয়। প্রসঙ্গত, এনটিএজিআই (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন) ও এনইজিভিএসি (ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাক্সিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড) ওমিক্রন আবহে বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে।
এদিকে, আরও একটি প্রশ্ন উঠে এসেছিল যে, কবে মিলবে এই তৃতীয় ডোজ? জানা গিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে নয় মাস বা ৩৯ সপ্তাহ পরে মিলবে করোনা টিকার এই প্রিকশন বা বুস্টার ডোজ। ৬০ বছরের বেশি যাদের বয়স, তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পরে এই ডোজ দেওয়া হবে। সূত্রের খবর, তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে কোনও মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতি গ্রহণ করা হবে না। অর্থাৎ, যিনি বুস্টার ডোজ নেবেন, তিনি এর আগে যে টিকা নিয়েছিলেন সেই টিকাই তৃতীয়বার নেবেন। অর্থাৎ কোভ্যাক্সিন নিলে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিলে কোভিশিল্ড।