কলকাতা: করোনার ভাইরাসের ওমিক্রন প্রজাতি নিয়ে চিন্তার শেষ হচ্ছে না। আপাতত দেশের কোভিড পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে চলে এলেও তার বদল হতে যে বেশি সময় লাগবে না তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এই ওমিক্রন প্রজাতি। আগে যে প্রজাতি ছিল, তার থেকেও বেশি সংক্রামক প্রজাতি এখন ধরা পড়েছে। তাই নিয়ে এখন চর্চা। এবার জানা গেল, কমপক্ষে দু’রকম করোনা ভ্যারিয়েন্ট আসতে পারে এবার! তার মানে ভাইরাসের উপদ্রপ ওমিক্রনেই শেষ নয়।
আরও পড়ুন- অস্বস্তি বাড়িয়ে বঙ্গ BJP-র বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক লকেটের, বাড়ছে জল্পনা
আমেরিকার ‘Fred Hutchinson Cancer Research Center’-এর গবেষকদের বক্তব্য অনুযায়ী, ওমিক্রন নিজের রূপ সম্পূর্ণ বদলে নতুন চেহারা নেবে। আগের এবং বর্তমান ওমিক্রন থেকে তা আলাদা হবে এবং ভয় এখানেই। তারা এও বলছে, ডেল্টা প্রজাতিকে টপকে যেমন ওমিক্রন ‘ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট’ হয়ে গিয়েছিল, এক্ষেত্রেও সেই একই জিনিস হবে। অর্থাৎ ওমিক্রন আস্তে আস্তে পিছনে চলে যাবে। বদলে সামনে চলে আসবে করোনার নতুন কোনও রূপ। তবে যে রূপ আসছে তা আদতে কতটা ভয়ঙ্কর হবে তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, যেহেতু অধিকাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন তাই তা বেশি প্রভাব ফেলতে পারবে না বলেই অভিমত।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, নতুন ওমিক্রনের সংক্রমণের হার আগের ওমিক্রনের চেয়ে বেশি হতে পারে। যদিও দুই ওমিক্রনে বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। তারা আরও বলছে, সংক্রমণের গতি, হাসপাতালে ভর্তির পরিসংখ্যান দেখে মনে করা হচ্ছে আগের ওমিক্রন থেকে নতুন ওমিক্রন খুব একটা আলাদা নয়। দুটিতেই মোটামুটি একই রকমভাবে সংক্রমণ ছড়াচ্ছে। তাই নতুন ওমিক্রন সেভাবে প্রভাব ফেলতে পারবে না এই জিনিস ভাবা ভুল হবে বলেই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই ইস্যুতে তাদের আরও সংযোজন, নতুন ওমিক্রনের সংক্রমণের হার আগেরটির চেয়ে বেশি। ফলে আগামী দিনে ভয়াবহতা যে বেশি হবে না তার কোনও নিশ্চয়তা নেই।