মৃদু কোভিডেও আশঙ্কা বাড়ে! কোন রোগ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মৃদু কোভিডেও আশঙ্কা বাড়ে! কোন রোগ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

f96809b6f946e994b1a28bce82ecde38

কলকাতা: করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যার মৃদু সংক্রমণও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোভিড আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে গেলেও তাদের একাধিক ইস্যুতে ঝুঁকি থাকে তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছে। সংক্রমণ থেকে সেরে উঠেও অনেক রোগী আবার আক্রান্ত হয়েছেন কোভিডে, আবার চোখ, ফুসফুস, লিভারের সমস্যাও দেখা গিয়েছে তাদের মধ্যে। এবার এক রোগের ব্যাপারে সতর্ক করলেন খোদ চিকিৎসকরাই। সেটা হল ডায়বেটিস। দাবি করা হচ্ছে, কোভিডে মৃদু আক্রান্ত হলেও এই রোগের ভয় থেকে যায়।

আরও পড়ুন- BJP-র রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে, দার্জিলিং থেকে হুঙ্কার মমতার

সাম্প্রতিক একটি গবেষণা এই বিষয়ে আলোকপাত করেছে। গবেষণা পত্রিকা ‘দ্য ল্যানসেট ডায়াবিটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি’-তে এটি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, যাঁরা আগে কোনও দিন ডায়বেটিস আক্রান্ত হননি, বা যাঁরা আগে খুব সামান্য হলেও ডায়বেটিস ভুগেছেন, কোভিডে মৃদু আক্রান্ত হওয়ার এক বছর পর তাঁদেরও ডায়বেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে টাইপ-টু ডায়বেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বলেই দাবি করা হয়েছে। প্রায় দু’লক্ষ মানুষের উপর পরীক্ষা চালিয়ে এই ফল মিলেছে বলে গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে। তবে শুধু ডায়বেটিস নয়, কোভিড স্ট্রোক, নানা ধরনের জটিল হৃদরোগ আর কিডনির রোগের আশঙ্কাও বাড়িয়ে দেয় বলে দাবি।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা তরুণদের চেয়ে বয়সে কিছুটা প্রবীণদের বেশি। কোভিড পরবর্তী সময়ে তাঁদের ডায়বেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় ৪০ শতাংশ। আর কোভিড যাঁদের গুরুতর হয়ে উঠেছিল তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা তিন গুণ বেড়ে যায়। আসলে এই ভাইরাসের সংক্রমণ অগ্ন্যাশয়ের কোষ নষ্ট করে দিতে সক্ষম। সেই কারণেই এই রোগ নিয়ে চিন্তা বৃদ্ধি হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *