মুম্বই: বছরের শুরুতেই শিরোনামে সোনু সুদ৷ ভাইরাল গরিবের মসিহা সোনুর নয়া কীর্তি৷ তবে মোটেও তা জনপ্রিয় হল না। বরং এই কাণ্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেতা৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর নায়ক৷ যেখানে তাঁকে চলন্ত ট্রেনের পাদানিতে বসে থাকতে দেখা যায়৷ এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। এটা কী করছেন সোনু? সতর্কীকরণ বার্তা পাঠাল রেল৷
আরও পড়ুন- ছিড়ল পোস্টার, গুঁড়িয়ে দিল ‘পাঠান’-এর কাটআউট! বজরং দল-বিশ্ব হিন্দু পরিষদের রোষে শাহরুখ-দীপিকা
করোনাকালে লকডাউন পর্বে তিনি যে ভাবে হত দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন, তা সত্যই অভাবনীয়৷ বহু মানুষ তাঁকে অনুসরণ করে থাকেন। ফলে অভিনেতার এহেন কার্যকলাপ দেখে যদি তাঁরাও এই ধরনের ক্রিয়াকলাপ শুরু করেন, তা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে৷ এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন অনুরাগীরাও। এবার উত্তর রেল দফতরের তরফেও তাঁর কাছে এসে পৌঁছল সতর্কবার্তা৷ সোনুকে উদ্দেশ্য করে সেখানে লেখা হয়, “লক্ষ লক্ষ মানুষ আপনাকে আদর্শ মেনে চলেন৷ এভাবে ট্রেনের পাদানিতে বসে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের ভিডিয়ো থেকে ভুল বার্তা ছড়াতে পারে। দয়া করে এমন ভিডিয়ো আর প্রচার করবেন না। সুরক্ষিত উপায়ে, নিজের আসনে বসে রেলযাত্রার আনন্দ উপভোগ করুন।”
क्षमा प्रार्थी 🙏
बस यूँ ही बैठ गया था देखने,
कैसा महसूस करते होंगे वो लाखों ग़रीब जिनकी ज़िंदगी अभी भी ट्रेन के दरवाज़ों पे गुज़रती है।
धन्यवाद इस संदेश के लिए और देश की रेल व्यवस्था बेहतर करने के लिए। ❤️🙏 https://t.co/F4a4vKKhFy— sonu sood (@SonuSood) January 5, 2023
এর পরই অবশ্য রেলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়োটি সরিয়ে নেন সোনু। তিনি জানান, গরিব মেহনতি মানুষ, যাঁরা প্রতি দিন ধস্তাধস্তি করে ট্রেনে ওঠেন, পাদানিতে বসে বা দাঁড়িয়ে সফর করেন, তাঁদের যন্ত্রনা বোঝার জন্যই এ কাজ করেছিলেন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>