‘মাঙ্কিপক্স’ নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে, সতর্কতা অবলম্বন করছে কেন্দ্র

‘মাঙ্কিপক্স’ নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে, সতর্কতা অবলম্বন করছে কেন্দ্র

62bd8e8e94d1fe183b0148f3ca444bd0

নয়াদিল্লি: করোনার মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ‘মাঙ্কিপক্স’ নিয়ে সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই। বিভিন্ন দেশে একাধিক মানুষ এই রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশে আপাতত ১ জনের সংক্রমণ ধরা পড়লেও স্পেনে একসঙ্গে ১৪ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। আবার কানাডা, ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১০ ছাড়িয়ে চলে গিয়েছে। কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই রোগের হদিশ মেলেনি। তাহলে ভারত কি বেঁচে গেল? আপাতত এটাই মনে করা হচ্ছিল। কিন্তু স্বস্তি বেশিদিন থাকল না। কারণ এই রোগ নিয়ে ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে এখন সিধুর পরিচয় কয়েদি নম্বর ২৪১৩৮৩

এই নতুন রোগ নিয়ে ইতিমধ্যেই অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। মূলত যারা বিদেশ থেকে আসছেন তাদের ওপর কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্র বিদেশ থেকে ভারতে ঢোকার সব ক’টি পথেই কড়া স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে। তবে শুধু আকাশপথ নয়, স্থলপথ এবং জলপথে আসা নাগরিকদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে নির্দেশ দিয়েছে। যদিও গবেষকদের একাংশ বলছে, ভারতে এই রোগ ঢুকে পড়ার কোনও আশঙ্কা এই মুহূর্ত পর্যন্ত দেখা দেয়নি। ভবিষ্যতে ঢুকলেও যে এই ‘মাঙ্কিপক্স’ মারাত্মক আকার নিতে পারে, এমন সম্ভাবনাও কম বলেই মত তাদের।

বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানিয়েছেন, যৌনসম্পর্কের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। বিশেষ করে পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কের ফলে এটি বেশি মাত্রায় ছড়ায় বলেও সন্দেহ করছেন বিজ্ঞানীরা। যদিও বলা হচ্ছিল, ‘মাঙ্কিপক্স’ ভাইরাসের আঁতুড়ঘর আফ্রিকা এবং নাইজেরিয়া থেকেই এই ভাইরাসের সংক্রমণ প্রথম ছড়াতে শুরু করে। যদিও কী ভাবে এই রোগ এল তা এখনও স্পষ্ট নয়। উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট মাংসপিণ্ড গজানোই আপাতত নজরে এসেছে চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *