রাজনৈতিক জীবনে ইতি টানার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা: মাত্র কয়েক মাস আগেই বড় ব্যবধানে জয় পেয়েছে তাঁর দল। শুধু তাই নয় আগের সমস্ত নজির ভেঙে বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও তিনিই পেয়েছেন। এ হেন সেখ হাসিনা রাজনৈতিক অবসরের কথা ভাবছেন। এই পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাবেন হাসিনা। দলের নতুনদের সুযোগ করে দিতেই এমন ভাবনা বলে জানা গিয়েছে। জার্মানির

রাজনৈতিক জীবনে ইতি টানার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা: মাত্র কয়েক মাস আগেই বড় ব্যবধানে জয় পেয়েছে তাঁর দল। শুধু তাই নয় আগের সমস্ত নজির ভেঙে বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও তিনিই পেয়েছেন। এ হেন সেখ হাসিনা রাজনৈতিক অবসরের কথা ভাবছেন। এই পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাবেন হাসিনা। দলের নতুনদের সুযোগ করে দিতেই এমন ভাবনা বলে জানা গিয়েছে।

জার্মানির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন রাজনৈতিক জীবন শেষ করার কথা ভাবছেন। এই পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর নতুন করে আর সক্রিয় রাজনীতি করবেন না। হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। তারপর একটা সময়ে ভোটেব পরাজিত হয় তাঁর দল। ক্ষমতায় ফিরে এবার নিয়ে পর পর তিনবার প্রধানমন্ত্রী হলেন হাসিনা। মানে মোট চার বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। আর এবার বিরতি নেওয়ার কথা ভাবছেন হাসিনা।

ডিসেম্বর মাসে চতুর্থবারের জন্য বাংলাদেশে সরকার গড়েন সেখ হাসিনা। সরকার গড়তে প্রয়োজনীয় যাদু সংখ্যা (১৫১) অনায়াসে পেয়ে যায় তাঁর দল। শেষমেশ পাঁচটি বাদ দিয়ে সব আসনেই জিতে যায় আওয়ামি লিগ। যদিও ভোট পর্বের প্রথম থেকেই বিরোধী দলের দাবি শাসক দল সন্ত্রাস করছে। ফলাফল প্রকাশিত হওয়ার পরও সেই অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। কামাল হুসেন বলেন, আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে ভোট নেওয়া হোক। সে দাবি মানা হয়নি। ভোটের ফল প্রকাশের পর হাসিনা জানান বিবেকের কাছে তাঁরা পরিস্কার। এবার রাজনৈতিক জীবনে ইতি টানার দিকে এগোচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 14 =