নয়াদিল্লি: হালে দেশের কোভিড গ্রাফ বিরাট চিন্তা বাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক দিনে ৬-৭ হাজার পার করেছে দৈনিক সংক্রমণ। বুধবার গত ৭ মাসের সর্বোচ্চ করোনা সংক্রমণ হয়েছে দেশে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং আশঙ্কা দুটোই হু হু করে বৃদ্ধি পাচ্ছে। কোভিড কেসের বাড়বাড়ন্তের মধ্যে আরও একটি বিষয় নিয়ে ভাবনায় পড়েছে বিশেষজ্ঞ মহল। বলা হচ্ছে, করোনার প্রকৃতি বদলের পাশাপাশি উপসর্গতেও এসেছে কিছু পরিবর্তন। তাহলে আবার নতুন কোনও সংক্রমণের ঢেউ আসতে পারে? প্রশ্ন উঠলেও এমন কোনও কিছু এখনই ভাবার দরকার নেই বলেই জানাচ্ছেন গবেষকরা।
আরও পড়ুন: একদিনে ৪০% সংক্রমণ বাড়ল দেশে, বুস্টার নিয়ে নয়া নির্দেশিকা দিল WHO
আবার যে করোনার বৃদ্ধি তা অতিমারির নতুন কোনও স্ফীতি কি না, সে নিয়ে আলোচনা চলছেই। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, ওমিক্রনের কারণে যে তৃতীয় ঢেউ এসেছিল দেশে, এই সংক্রমণ তারই অংশ। এতএব চিন্তার কোনও কারণ নেই। কিন্তু আরও একটি বড় বিষয় পরিলক্ষিত হচ্ছে যে, করোনা সংক্রমণে নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যারা কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে এমন উপসর্গ দেখা যাচ্ছে। তাই সাবধানে এবং সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। একই সঙ্গে তারা পুরনো কোভিড বিধি মেনে চলার পরামর্শও দিচ্ছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গলাব্যথা কমানোর চিরাচরিত পদ্ধতি ঘরেই রয়েছে! Natural home remedies for sore throat” width=”560″>
তাহলে এই নতুন উপসর্গগুলি ঠিক কী কী? মূলত সর্দিকাশি, গলাব্যাথা, কফ, পেশিতে ব্যাথা… এইসব উপসর্গ থাকে কোভিড রোগীদের মধ্যে। কিন্তু হালে দেখা যাচ্ছে, কিছু কিছু রোগীর বমি, ডায়েরিয়ার পাশাপাশি, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, পা ফুলে যাওয়ার মতো লক্ষণ আছে। এছাড়া শ্বাসকষ্ট, ত্বকে ফুসকুড়ির মতোই কিছু বিষয়ও পরিলক্ষিত হচ্ছে। তবে তা নিয়ে যে বিরাট চিন্তার কোনও কারণ আছে, এমনটা বলছেন না কেউই। করোনার রূপের বদলের ফলেই এমনটা হচ্ছে বলে অভিমত।