মুম্বই: এখনও দেশজুড়ে বইছে ‘পাঠান’ ঝড়৷ ফুলে ফেঁপে উঠছে বক্স অফিস। ইতিমধ্যেই সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’, ‘কেজিএফ ২’, ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’ -এর রেকর্ড ভেঙে নজির গড়েছে এই ছবি। ব্যবসায়িক সাফল্যের দিকে ‘পাঠান’ পঞ্চম ছবি, যে দেশের অথ্যন্তরে এত কোটি টাকার ব্যবসা করেছে৷ যদিও হাজার কোটির অঙ্ক ছুঁতে এখনও কিছুটা পথ চলা বাকি শাহরুখ খান দিপীকা পাদুকো অভিনীত এই অ্যাকসন ছবির৷ সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা ‘যশরাজ’-এর তরফে যে অঙ্কটা সামনে আনা হয়েছে, তাতেই দেখা যাচ্ছে, হাজার কোটি ছুঁতে এখনও ৬০ কোটি ঘরে তুলতে হবে ‘পাঠান’-কে৷
আরও পড়ুন- প্রয়াত ‘তারে জমিন পর’ খ্যাত শিল্পী ললিতা লাজমী, জন্ম কলকাতায়, ছিলেন গুরু দত্তের বোন
তিন সপ্তাহ রমরমিয়ে ব্যবসা করেছে পাঠান দেশের অভ্যন্তরে এই ছবির বক্স অফিস কালেকশন ৫৮৮ কোটি। ২০ তম দিনে বিদেশের মাটিতে এই ছবির উপার্জন প্রায় ৩৫৮ কোটি। দেশ-বিদেশ মিলিয়ে পাঠান আয় করেছে ৯৪৬ কোটি টাকা। তবে এখনও ১০০০ কোটির ক্লাব থেকে কিছুটা দূরে রয়েছে এই ছবি৷
তবে প্রেম দিবসে প্রেক্ষাগৃহগুলিতে ছিল ‘পাঠান’ দেখার ভিড়৷ সিনেমা হলের বাইরে বাড়তি ভিড়ের ছবি নজরে এসেছে। ভ্যালেন্টাইনস ডে-তে শাহরুখের ছবি ১০০০ কোটির অঙ্ক ছুঁতে পারে কি না, তা জানার জন্য আরও বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতে হবে। ‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি হল ‘পাঠান’। এর আগে এই প্রযোজনা সংস্থা তৈরি করেছে ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা৷ সেই তালিকায় নতুন সংযোজন কিং খানের ‘পাঠান’।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>