কলকাতা: দেখতে দেখতে এক বছর হতে চলল৷ গত বছর ২৪ মার্চ আচমকাই হৃদরোগে আক্রান্ত হতে মারা যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর৷ চলতি বছরের ১৪ মার্চ, মঙ্গলবার ছিল অভিনেতার বাৎসরিক কাজের তিথি। প্রথমসারির এক দৈনিককে প্রয়াত অভিনেতার স্ত্রী জানান, অভিষেক না থেকেও সর্বত্র রয়েছেন।
আরও পড়ুন- অস্কার মঞ্চে দীপিকার সাজে মুগ্ধ গোটা বিশ্ব, কিন্তু নায়িকার ঘাড়ের ট্যাটুতে এ কার নাম!
গত বছর একটি রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে গিয়েছিলেন অভিষেক৷ শুটিং-এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। অভিষেক অকালে চলে গেলও ভেঙে পড়েননি সংযুক্ত৷ বার বারই বলে এসেছেন, তিনি শক্ত রয়েছেন। অভিষেকের মৃত্যু বার্ষিকীতেও একই কথা শোনা গেল সংযুক্তার মুখে৷
সংবাদমাধ্যমকে জানান, এদিন পুরো ঘরটাই তিনি স্বর্গের মতো করে সাজিয়েছেন৷ আর সবটাই করেছেন অভির কথামতো। তিনি আর অভিষেক দু’জনেই সাঁইবাবার ভক্ত। সেই মতোই তাঁরা ৯ এবং ১১ নম্বরকে লাকি মনে করেন। তাই এদিন ৯টি বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন সংযুক্তা। কী খাওয়াবেন স্বপ্নে নাকি সেই মেনুটা ঠিক করে দিয়েছিলেন অভিই। সেই মতোই লুচি, আলুরদম, ভাত-ডাল, ঝুরো আলুভাজা, দই মাছ, মটন কষার আয়োজন করেন সংযুক্তা৷ এমনটা কেউ ভাবতেই পারবে না। তিনি বলেন, ‘‘ডল আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কিন্তু আমি সামলে নিয়েছি।”
সংযুক্ত এর আগেও বলেছিলেন, প্রতিটা মুহূর্তে স্বামীকে অনুভব করতে পারেন তিনি। চলে গিয়েও ও ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে পরিবারকে৷ তাঁর কথামতোই নাকি প্রতিটি পদক্ষেপ করেন প্রয়াত অভিনেতার স্ত্রী৷ এবার অষ্টম শ্রেণিতে উঠবে তাঁদের মেয়ে ডল। মেয়েকে ভাল ভাবে মানুষ করে তোলাই এখন সংযুক্তার জীবনের একমাত্র লক্ষ্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>