করাচি: পাক অধিকৃত কাশ্মীরে জৈশ ঘাঁটিতে ভারতীয় বায়ু সেনা আক্রমন চালিয়ে সন্ত্রাসবাদীর মৃত্যুর দাবি করলেও পাকিস্তানের তরফ থেকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে সেই দাবি।
মঙ্গলবার বেলার দিকে পাকিস্তানের ইন্টার সার্ভিস জন সংযোগ আধিকারিক মেজর জেনারেল আসিফ গফুর জানান যে ভারত হামলা চালালেও এই ঘটনায় কেউ মারা যায়নি এবং কেউ নিহত হননি। তিনি আরো জানান মুজফফরাবাদ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে ভারতীয় বায়ু সেনার বিমান ঢুকে যে বোমা নিক্ষেপ করে তা খোলা মাঠের ওপর পড়েছে। ফলে কোনো কাঠামোর ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।