মুম্বই: ‘দ্য কাশ্মীর ফাইলস’ যে বিতর্ক এবং আলোড়ন সৃষ্টি করেছিল দেশে, ঠিক তেমনই পরিস্থিতি তৈরি করেছে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই দুটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে নিষিদ্ধ হয়েছে এই সিনেমা। স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এই ছবি ঘিরে। বিরোধীরা একে বিজেপির ‘প্রোপাগান্ডা’ সিনেমা বলে দাবি করছে, বলা হচ্ছে এই ছবি অশান্তি এবং উস্কানির পরিবেশ সৃষ্টি করছে। এই উদ্দেশ্যেই এই সিনেমা বানানো হয়েছে। তবে ছবির বক্স অফিস কালেকশন কিন্তু অন্য কথা বলছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার আগ্রহ যথেষ্ট।
শুক্রবার মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই প্রায় ৫০ কোটির দোরগোড়ায় চলে গিয়েছে পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। আদহা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ সোমবার পর্যন্ত উপার্জন করেছে ৪৫.৭২ কোটি টাকা। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করে লিখেছেন, প্রথম সোমবারের গুরুত্বপূর্ণ পরীক্ষা ডিস্টিংশন মার্কস নিয়ে পাশ করেছে এই ছবি। এমনকি মুক্তির দিনের থেকেও বেশি অর্থ সোমবার তুলেছে ‘দ্য কেরালা স্টোরি’। শেষ চারদিনের এই ছবির উপার্জন যথাক্রমে ৮.০৩ কোটি, ১১.২২ কোটি, ১৬.৪০ কোটি এবং ১০.০৭ কোটি টাকা। এক কথায় বলা যায়, এই মুহূর্তে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে বিতর্কিত এই ছবি।
#TheKeralaStory passes the crucial ‘Monday Test’ with DISTINCTION MARKS… Day 4 [Mon; working day] HIGHER than Day 1 [Fri; holiday]… Will cross ₹ 50 cr today [Tue]… Fri 8.03 cr, Sat 11.22 cr, Sun 16.40 cr [revised], Mon 10.07 cr. Total: ₹ 45.72 cr. #India biz. #Boxoffice pic.twitter.com/x3MQUpv9zD
— taran adarsh (@taran_adarsh) May 9, 2023
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অশান্তি রুখতেই এই ছবি রাজ্যে নিষিদ্ধ করেছেন তিনি। ছবিতে যে সব দৃশ্য দেখানো হয়েছে তাতে রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট হতে পারে বলে দাবি তাঁর। তাই কলকাতা শহর ছাড়াও সব জেলায় এই ছবি দেখানো যাবে না বলেই নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জানা গিয়েছে, বাংলা থেকে এক টাকাও পাবেন না ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতারা।