‘দ্য কেরালা স্টোরি’র হয়ে প্রচার! প্রাণনাশের হুমকি পেলেন অটো চালক

‘দ্য কেরালা স্টোরি’র হয়ে প্রচার! প্রাণনাশের হুমকি পেলেন অটো চালক

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে দেশ জুড়ে কম-বেশি বিতর্ক চলছে। বিতর্কিত এই সিনেমাকে রাজ্যে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেরালা, তামিলনাডুতেও একাধিক হলে বন্ধ প্রদর্শনী… এমন আবহে বিতর্কিত এই সিনেমা দেখার জন্য মেয়েদের বিশেষ উৎসাহ দিয়েছিলেন পুণের এক অটোচালক। এবার সেই কাজের জন্যই হুমকির মুখে পড়লেন তিনি।

পুনের বাসিন্দা পেশায় অটোচালক সাধু মগর ‘দ্য কেরালা স্টোরি’ দেখার জন্য এক দুর্দান্ত অফার দিয়েছিলেন। তার প্রস্তাব ছিল, তার অটোয় চেপে মহিলারা ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গেলে কোনও ভাড়া লাগবে না। এমনকি, তাঁর অটোয় চড়া প্রথম ১০ জন মহিলাকে বিনামূল্যে তিনি সিনেমার টিকিট দেবেন বলেও জানান।

সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন চারদিকে এতো বিতর্ক, সেই সময় এই উদ্যোগের কারণে শিরোনামে উঠে আসেন সাধু মগর। অনেকেই তাঁর এই কাজের প্রশংসা করেন, আবার কেউ কেউ বিরোধিতাও করেছিলেন। কিন্তু, এবার প্রাণনাশের হুমকি পেলেন তিনি! কেরল-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ অটোচালকের। আর সেই হুমকির জেরেই এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, ঠিক কী কারণে এমন পরিস্থিতি?

জানা যায়, দ্য কেরালা স্টোরি মুক্তির আগেই অটো চালক সাধু মগর তাঁর রিকশায় একটি ফ্লেক্স বোর্ড লাগিয়ে ছবির প্রচার করেছিলেন। যেখানে জানানো হয়েছিল যে, তিনি ছবিটি দেখতে যাওয়া মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ পরিষেবা দেবেন। তাঁর সঙ্গে যোগাযোগের জন্য ফ্লেক্সের মধ্যে নিজের মোবাইল নম্বরও দিয়েছিলেন সাধু। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই বাঁধে বিপত্তি! অটো চালক জানান, ভিডিও আপলোড হওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই শয়ে শয়ে ফোন আসতে শুরু করে। কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই ফোনের অপর প্রান্ত থেকে আমাকে গালিগালাজ করেছে। তাঁদের প্রশ্ন ছিল, ছবিটি আমার বাবা স্পনসর করেছেন কি না! অনেক হুমকিও পেয়েছি। প্রাণে মেরে দেবে বলেছে। 
 

হুমকি ফোনের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় পুলিশের দ্বারস্থ হন অটো চালক। তিনি জানান, এর আগে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর মুক্তির সময়েও বিনামূল্যে পরিবহণ পরিষেবা দিয়েছিলেন তিনি। এমনকি, বছরভর তিনি জওয়ানদের তাঁর রিকশায় যাতায়াতে ফ্রি সার্ভিস দেন। কিন্তু, ‘দ্য কেরালা স্টোরি’ দেখার জন্য বিনামূল্যে পরিবহণ দেওয়ার ঘোষণা করতেই সমস্যার শুরু… 

যদিও, ট্রেলর মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। নারী পাচার, লাভ জিহাদ এবং জিহাদকে তুলে ধরা হয়েছে ছবিতে। যে কারণে, বিভিন্ন রাজ্যের প্রশাসন এই সিনেমার বিরোধিতা করেছে। গত ৫ মে, দেশ জুড়ে মুক্তি পেয়েছে সিনেমা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *