কর্ণাটকের কাবিনি জঙ্গলের বিরল ছবি! এক ফ্রেমে চিতা ও ব্ল্যাক পান্থার

কর্ণাটকের কাবিনি জঙ্গলের বিরল ছবি! এক ফ্রেমে চিতা ও ব্ল্যাক পান্থার

কর্ণাটকঃ আপনার প্রিয় বন্ধুই হতে পারে আপনার একমাত্র প্রতিচ্ছায়া। এই সংলাপ মারাত্মক যুক্তিযুক্ত যখন সামনে আসে এক তেজি চিতা, আর তার ঠিক পাশেই ছায়া সঙ্গী তেজি ও শান্ত ব্ল্যাক প্যান্থার। যাদের উপস্থিতিই জঙ্গলের ভারসাম্যের জন্য যথেষ্ট। ছবিটি মার্চ মাসে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার সাজ জঙ্গ। যিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছিলেন এক অসাধারণ লাইন- 
Your shadow is your best friend… অর্থাৎ, আপনার ছায়াই আপনার প্রিয় বন্ধু…

এই ছবিটি তুলতে কয়েক সেকেন্ড নিয়েছেন বন্যপ্রাণী চিত্রগ্রাহক মিঠু এইচ। ব্ল্যাক প্যান্থার সায়া ও তার সঙ্গী চিতা ক্লিয়োপেট্রার বিরল মুহূর্তটি অনেক সাধনার পর ক্যামেরা বন্দি করেছিলেন মিঠুন। ২০২০ সালে মিঠুনের তোলা সেই ছবির নাম মিঠুন দিয়েছিলেন .. চিরন্তন সঙ্গী। সেই ছবিই সাজ জঙ্গ নাম দিলেন – ছায়াসঙ্গী। বিরল এই ছবি কর্ণাটকের কাবিনি জঙ্গলের। ছবিটি তুলতে টানা ছয় দিন সময় নিয়েছিলেন মিঠুন।সবকিছুর উর্ধ্বে যা দেখার, সেই অসম্ভব শক্তিশালী বন্ধুত্বের বার্তা দেওয়া সায়া ও ক্লিওপেট্রা। মিঠুন তাঁর দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন- ক্যামেরার দিকে চিতা ও ব্ল্যাক প্যান্থার দুই বন্ধু তাকিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কীভাবে ঠিক দুই সঙ্গীর ক্যামেরার দিকে তাকানোর মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করতে সফল হয়েছিলেন মিঠুন। মিঠুনের কথায়, বন্য প্রাণীর ছবি তোলার প্রথম শত্র জঙ্গলের জানোয়ারের মন বোঝা। তাদের আচরণের উপর নজর রাখা। তাই শুধু ক্যামেরা নয় দূরবীনকে সঙ্গে নিয়েই রীতিমতো বিভিন্ন প্রাণীর প্রকৃত আচরণকে বুঝেছিলেন মিঠুন। আর তারপরেই যেন স্বর্গীয় এক ছবির প্রাপ্তি। যে ছবি ভাইরাল শুধু নয়, মেন দাগ কাটার ম তো এই ছবি। যেখানে দম্ভের সঙ্গে ভালোবাসা আছে। সাহসের সঙ্গে বন্ধুর পাশে থাক আছে। এখনও পর্যন্ত পাঁচ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ছবির। লকডাউনের সময় ২০২০ সালের জুলাই মাসে কিছুদিনের জন্য খোলা হয়েছিল কাবিনি জঙ্গল। তখনই এই অসাধারণ ছবি তোলেন মিঠুন এইচ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + five =