জইশের ঘাঁটি ভাঙতেই ভারতকে বার্তা পাঠাল চিন

নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংসের পরে আন্তর্জাতিক স্তরে প্রথম প্রতিক্রিয়া জানাল চিন৷ ভারত ও পাকিস্তানকে বার্তা পাঠিয়ে চিন সরকারের দাবি, দুই দেশের কাছে সংযত হওয়ার প্রয়োজন৷ কিন্তু, ভারত হঠাৎ কেন সংযত হওয়ার বার্তা পাঠাল চিনা সরকার? পর্যবেক্ষক মহলের ধারনা, জইশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণার বিরোধিতা করে এসেছিল৷ মনে করা হচ্ছে,

জইশের ঘাঁটি ভাঙতেই ভারতকে বার্তা পাঠাল চিন

নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংসের পরে আন্তর্জাতিক স্তরে প্রথম প্রতিক্রিয়া জানাল চিন৷ ভারত ও পাকিস্তানকে বার্তা পাঠিয়ে চিন সরকারের দাবি, দুই দেশের কাছে সংযত হওয়ার প্রয়োজন৷ কিন্তু, ভারত হঠাৎ কেন সংযত হওয়ার বার্তা পাঠাল চিনা সরকার?

পর্যবেক্ষক মহলের ধারনা, জইশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণার বিরোধিতা করে এসেছিল৷ মনে করা হচ্ছে, জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ভারতে অভিযান শুরু হতেই আঁতে ঘা লেগেছে চিনের৷ মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, ‘‘আমরা আশা করি, ভারত ও পাকিস্তান দুই দেশই সংযত হবে। ওই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা ও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য পদক্ষেপ নেবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =