মুম্বই: নব্বইয়ের দশক৷ তখন বলিউডে দাপিয়ে বেরাচ্ছেন তিনি৷ ডাকসাইটে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি ৫৬-য় পা দিলেন ‘ধক ধক’ গার্ল। অসামান্য অভিনয় দক্ষতার পাশাপাশি নাচেও একই রকম পারদর্শী ছিলেন তিনি। ফলে দর্শকের মনে জায়গা করে নিতে বেশি সময় লাগেনি তাঁর। ১৯৮৪ সালে মুক্তি পায় ‘অবোধ’৷ ওই ছবিতে বাঙালি অভিনেতা তাপস পালের বিপরীতে প্রথমবার অভিনয়ের সুযোগ পান মাধুরী। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি৷ বেশ কয়েকটি ছবি পর ফ্লপ হলেও তার পর ‘তেজাব’, ‘সাজন’, ‘দিল’, ‘বেটা’-এর একের পর এক হিট ছবিতে তিনি অভিনয়ের ঝলক দেখিয়েছেন। নব্বইয়ের দশকের শুরুতেই পয়লা নম্বর নায়িকার দৌড়ে ঢুকে পড়েন অভিনেত্রী। ১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘খলনায়ক’। শোরগোল ফেলে দেয় ওই ছবিতে মাধুরীর একটি নাচ। সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত ওই ছবি ছিল সে বছরের দ্বিতীয় বড় হিট৷ কিন্তু জানেন কি, প্রতিষ্ঠিত নায়িকা হওয়া সত্ত্বেও ‘খলনায়ক’ ছবিতে সই করার আগে মাধুরীকে মানতে হয়েছিল শর্ত। শোনা যায়, এর নেপথ্যে ছিল সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন।
‘খলনায়ক’ ছবির পরিচালক সুভাষ ঘাই মাধুরীকে ‘নো প্রেগন্যান্সি’ শর্তে ছবির জন্য সই করান৷ সুভাষ ঘাই-এর সেই ছবি ২৫ বছর পূর্ণ করল। ওই ছবিতে মাধুরীর ‘চোলি কে পিছে’ গানটি আজও মাদকতা জাগায়। সেই গানের সঙ্গে তাঁর ঝড় তোলা নাচ মাধুরীকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়৷ তবে এই ছবির জন্য তাকে চুক্তিবদ্ধ হতে হয়েছিল যে, ছবি তৈরির সময় তিনি বিয়ে করবেন না এবং গর্ভবতীও হতে পারবেন না। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম কোনও প্রযোজক এমন একটি চুক্তিপত্রে স্বাক্ষর করান ছবির নায়িকাকে। তবে এর পিছনে নাকি কারণ ছিলেন সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের ঘনিষ্ঠতা।
‘খলনায়ক’ ছবির সময় সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর প্রেম নিয়ে চলছে জোর গুঞ্জন৷ অনেকেই মনে করেছিলেন, এই ছবি চলাকালীন বিয়ে করতে নিচে পারেন মাধুরী-সঞ্জয়৷ আর সেই আশঙ্কা থেকেই ছবির পরিচালক এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন কি না তা অবশ্য জানা যায়নি। তবে বক্স অফিসে দারুণ সফল হয় খলনায়ক। আর মাধুরী-সঞ্জয়ের সম্পর্ক শুধু কানাঘুষোই থেকে যায়৷ পরে ডাক্তার স্বামী শ্রীরাম নেনের সঙ্গে সংসার পাতেন মাধুরী৷ অন্য দিকে মান্যতা আর দুই সন্তান নিয়ে ঘর করছেন সঞ্জয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>