প্রথম বার কান-এ সানি! মনে ভয় থাকলেও সাহস পোশাকে নজর কাড়লেন ‘বেবি ডল’

প্রথম বার কান-এ সানি! মনে ভয় থাকলেও সাহস পোশাকে নজর কাড়লেন ‘বেবি ডল’

প্যারিস: ফ্রান্সে চলছে ২০২৩ ‘কান চলচ্চিত্র উৎসব’৷ ঝাঁকে ঝাঁকে বলিউড তারকা পা রেখেছেন কানের লাল গালিচায়৷ এবার ভারতের প্রতিনিধি হয়ে সেখানে পৌঁছে গেলেন অভিনেত্রী সানি লিওনি৷ এ বছরই প্রথম কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হল তাঁর। পরিচালক অনুরাগ কাশ্যপের ছবি ‘কেনেডি’-তে অভিনয় করেছেন সানি লিওন। সেই ছবির স্ক্রিনিংয়ের জন্যেই কান-এর রেড কার্পেটে পা রাখলেন সানি।

পরিচালক ও সহ-অভিনেতা রাহুল ভাটের সঙ্গে কান-এর লাল গালিচায় ঝড় তুললেন লস্যময়ী সানি। নজর কাড়া ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে সানি লিখলেন, ‘‘‘কেকেডি’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কানে, ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এই মুহূর্ত আমি এবং আমার টিম কোনও দিনও ভুলবে না।’’

কান চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ারের দিন সানিকে দেখা গেল গোলাপি রঙের অফ শোল্ডার হাই স্টিট গাউন। সানির পোশকে নজর কেড়েছে তাঁর ট্রেলটি। হাওয়ার ঝপটায় যখন লম্বা ট্রেলটা উড়ছিল, তখন সানির পুরো লুকটাই যেন বদলে যাচ্ছিল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘাম ঝরেছে অনুরাগীদের। তবে এদিন সানির মেকআপে খুব বেশি চাকচিক্য ছিল না৷ ডিউয়ি মেকআপ লুকে লাল লিপস্টিকের সঙ্গে একেবারে ছিমছাম সাজ। চুলে টানা খোঁপা, কানে হিরের দুল আর হাতে আংটিতে সানির সাজে মুগ্ধ তাঁর ভক্তরা৷ 

বলিউডে এক দশক পার করে ফেলেছেন সানি৷ আজও ‘বেবি ডল’-এর শরীরী হিল্লোলে বুঁদ আসমুদ্র হিমাচল৷ তবে এক সময় নীল ছবির এই নায়িকাকে অভিনেত্রী হিসাবে গ্রহণ করতে পারেনি বলিউডের অন্দরের মানুষজনেরা। ছবির চাকচিক্য বাড়ানোটাই তাঁর কাজ, এমনই ধারণা ছিল অনেকের। সানি নিজেও বলিউডের একাংশের এহেন ধ্যানধারণা সম্পর্কে অবগত ছিলেন। পর্ন ছবির দুনিয়া থেকে মূল ধারার ছবিতে জায়গা করে নেওয়ার কাজটা তাঁর কাছেও সহজ ছিল না।

ফোর্বস ইন্ডিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় সানি জানান, মেনস্ট্রিম ছবির জগতে নিজের জায়গাটা পাকা করে নেওয়াটা ছিল তাঁর কাছে বড় চ্যালেঞ্জ৷ বহু সমালোচনা, কটূক্তি শুনতে হয়েছে৷ ‘লায়লা’র কথায়, ‘আমি কর্মে বিশ্বাসী। অনেকেই আমাকে বলেছিলেন, তুমি এটা পারবে না, তুমি এর যোগ্য নও। এমনও বলছেন- তুমি সানি লিওন, একজন পর্ন তারকা। তুমি শুধু ছবিতে গ্ল্যামার বাড়াতেই পারো। এমন সব মন্তব্য আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর ওঁরা সেকথা বলতে পারবে না। কেউ বলতে পারবে না যে, আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’ 

এই ছবিতে অনিদ্রা রোগে আক্রান্ত এক প্রাক্তন পুলিশ অফিসারের গল্প শোনানো হয়েছে। দুনিয়ার চোখে যাঁর বহুদিন আগেই মৃত্যু হয়েছে৷ তবে দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে অগোচরেই চলছে তাঁর লড়াই৷ সানি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রাহুল ভাট।