‘খুন হতে পারি’! পুলিশের তলব পেয়ে আতঙ্কে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পরিচালক

‘খুন হতে পারি’! পুলিশের তলব পেয়ে আতঙ্কে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পরিচালক

কলকাতা: বাংলাকে বদনাম করার প্রচেষ্টা৷ ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর চিত্রনাট্য বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্ট করছে৷ এমন অভিযোগ প্রথমেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করে কলকাতা পুলিশ। থানায় হাজিরা দিতে আসার আগে আতঙ্কে পরিচালক। তাঁর আশঙ্কা, কলকাতায় এলে তাঁকে খুন করা হতে পারে। 

‘দ্য কেরালা স্টোরি’র মতো ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর বিষয় নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে৷ এই ছবির চিত্রনাট্য বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্ট করেছে বলে পরিচালককে কাঠগড়ায় তুলে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় গত ১১ মে অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, আগামী ৩০ মে-র আগে হাজিরা দিতে বলা হয়েছে সনোজকে৷ ছবির বিষয়বস্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে৷ 

পুলিশের তলব পাওয়ার পর ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে সানোজ বলেন, ‘‘আমি সন্ত্রাসবাদী নই। আমি কোনও অসাংবিধানিক কাজও করিনি। এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে।’’ তিনি আরও বলেন, “বাংলায় যে অশান্তি রয়েছে, তার উপর ভিত্তি করেই এই ছবি। বাংলায় সামাজিক অসাম্য, বেকারত্ব, মানুষের যন্ত্রণা, তুষ্টিকরণের রাজনীতির যে পরিবেশ রয়েছে, তা নিয়েই ছবি করছি৷ কী ভাবে ভোটব্যাঙ্কের রাজনীতি হচ্ছে, কী ভাবে মানুষ সরকারকে পাশে পাচ্ছে না, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।’’ তাঁর কথায়, ‘‘বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে৷  কিন্তু আইনের অপব্যবহার করা উচিত নয়। সত্যের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।’’ 

প্রসঙ্গত, মাস খানেক আগে ইউটিউবে মুক্তি পায় ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর ট্রেলার৷  তাতে বাংলাজুড়ে অশান্তি, গণহত্যা, নৈরাজ্য এবং সংখ্যালঘু তোষণের ছবি তুলে ধরা হয়েছে৷ এই ছবির ট্রেলার নিয়ে ওঠে বিতর্কের ঝড়৷ কলকাতা পুলিশের তরফে পরিচালক সানোজ মিশ্রকে তলবের নোটিসে বলা হয়েছে, তাঁর তৈরি ছবিটির বিষয়বস্তুর সত্যতা সম্পর্কে জানতে চায় পুলিশ। সানোজের বক্তব্য, আসলে তাঁকে হেনস্থা করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘ওরা আমাকে ডেকে পাঠিয়েছে, আমাকে মেরেও ফেলা হতে পারে।’’