মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত যুগল তাঁরা৷ তাঁদের কাহিনীকে বলিউডের হটেস্ট কাপলের ভালবাসার গল্প বললে অত্যুক্তি হবে না। কারণ তাঁরা যে শাহরুখ এবং গৌরী খান। তাঁদের ভালোবাসার সূত্রপাত হয়েছিল খুব ছোট বয়সে৷ তার পর প্রেম ও দীর্ঘ দাম্পত্য জীবন৷ মাঝে মধ্যে কিছু গুঞ্জন কানে এলেও, দু’জনের সম্পর্ক আজও দাঁড়িয়ে রয়েছে মজবুত ভিতের উপরে৷ তাঁদের সম্পর্কের এই গভীরতা ও পারস্পরিক বোঝাপড়ার কাহিনি অনুরাগীদের ঠোঁটের কোনায় লেগেই থাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে একটু বেসুরোই শোনাল শাহরুখকে৷ যা শুনে হতবাক অনুরাগীরাও৷ শাহরুখের দাবি, গৌরী নাকি তাঁকে কোনও দিন উপহারই দেননি!
ফারহা খানের চ্যাট শো ‘তেরে মেরে বিচ মে’-তে এসেছিলেন কিং খান৷ ওই শোয়েই পুরনো একটি ঘটনার কথা উল্লেখ করে শাহরুখ বলেন, “মনে আছে, একবার মেরুদণ্ডের চোট নিয়ে লন্ডনে বেশ কয়েক মাস চিকিৎসাধীন ছিলাম। সেসময় একটা দোকান থেকে একটা টিশার্ট কিনে এনেছিলাম। সেটা আবার মাপে বড় হয়েছিল৷ ভেবেছিলাম, পরতে পারব না।” শাহরুখ বলেন, তখন গৌরীকে শাহরুখ বলেছিলেন ওই টিশার্টটা বদলে সুতির একটা টিশার্ট নিয়ে আসতে। তাঁর কথা মতো জামাকাপড়ের দোকানে যান গৌরীও৷ কিন্তু ফিরে এসে তিনি জানান, ওই টিশার্ট বদলে অন্য টিশার্ট দেয়নি দোকানদার৷ শাহরুখ সে কথা বিশ্বসও করে নেন। তবে সত্যিটা চাপা থাকেনি বেশি দিন। হাটে হাড়ি ভাঙেন শাহরুখের দুই বন্ধু পামিলা এবং কাজল৷
তাঁরা দু’জনে মিলে শাহরুখের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরাই শাহরুখকে জানান, গৌরী ওই টিশার্ট বদলে অন্য কিছু কিনে নিয়েছে৷ তাঁর জন্য কিছুই আনেনি। গৌরীর যুক্তি ছিল, “ও তো হাসপাতালে রয়েছে। নতুন জামা নিয়ে কী করবে?” তাই নিজের জন্যে একটি হাতব্যাগ কিনে নেন শাহরুখ-পত্নী। পরে বন্ধুরা সে কথা ফাঁস করে দেন অভিনেতার কাছে। সেই ঘটনাই রসিকতা করে বলেন ফারহার শোতে।
শাহরুখ খানের বয়স তখন ১৮, গৌরীর ১৪। দিল্লির পঞ্চশিলা ক্লাবে দেখা হয়েছিল তাঁদের। প্রথম দেখাতেই ভালোলেগে গিয়েছিল গৌরীকে৷ ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে৷ তবে গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ের সঙ্গে মুসলিম পরিবারের ছেলের বিয়ে মেনে নিতে পারেনি গৌরীর পরিবার৷ যদিও শেষমেষ গৌরীর পরিবারের মন জিততে সক্ষম হয়েছিলেন কিং খান৷
১৯৯১ সালের ২৫ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ ও গৌরী৷ বিয়ের পর প্রায় ছয় বছর স্ট্রাগল করেছেন অভিনেতা৷ ১৯৯৭ সালে তাঁদের প্রথম সন্তান আরিয়ানের জন্ম হয়৷ এর পর থেকেই বদলে যায় শাহরুখের জীবন৷ ধীরে ধীরে বলিউডের ‘বাদশা’ হয়ে ওঠেন তিনি৷ গৌরীর ইন্টিরিয়র ডিজাইন করার ইচ্ছেপূরণও শুরু হয়। ২০০০ সালে জন্ম হয় সুহানার৷ ২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তাঁদের পরিবারে আসে আব্রাম৷
গৌরী বরাবরই শাহরুখের প্রতি পজেসিভ৷ তিনি বলেছিলেন, ‘‘ভালবাসাকে’ ‘মন্নত’-এর চার দেওয়ালের মধ্যেই রাখতে চাই’’— এমটাই বলেন গৌরী৷ বিয়ের এত বছর পেরিয়েও পরস্পরের পাশে শক্ত করে একে অপরের হাত ধরে রয়েছেন তাঁরা৷ কারণ তাঁরা সত্যিই বাস্তবের ‘মডেল কাপল’।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>