কলকাতা: মুক্তির আগে থেকেই বিতর্কের শিরোনামে ‘দ্য কেরালা স্টোরি’৷ মুক্তির পর এই ছবিকে কর মুক্ত করে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সরকার৷ সেখানে কেলারা স্টোরি নিষিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ এবার ‘ওভার দ্য টপ’ (ওটিটি) প্ল্যাটফর্মে আসছে এই ছবি। প্রথমসারির এক সংবাদমাধ্যমকে তেমনটাই জানিয়েছেন কেরালা স্টোরির বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘দিদি আর আটকাতে পারবেন না!’’
গত ৮ মে আমাদের রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান ছবির নির্মাতারা। শীর্ষ আদালত রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেয়। তবে এর পরেও কলকাতা সহ রাজ্যের কোনও সিনেমাওয়ালাই এই ছবি নিয়ে আগ্রহ দেখাননি৷ ব্যতিক্রম ছিল কেবল উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি প্রেক্ষাগৃহ৷ সেখানে ছবির প্রদর্শন বেশ ভালই সাড়া ফেলেছিল৷ কিন্তু, সেখান থেকেও ছবিটি তুলে নেওয়া হয়। তবে এ বার এই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সম্ভবত এক মাসের মধ্যেই তা চলে আসবে৷ পরিচালকের কথায়, ‘‘ছবিটি ওটিটিতে আসবে। কথাবার্তা চলছে। তবে ওটিটির রিচ খুব কম। ওটিটি এখনও শহুরে কালচারের মধ্যে সীমাবদ্ধ। আমাদের ছবি ছোট এলাকাগুলিতে দুর্দান্ত চলছে। তবে খুব তাড়াতাড়ি, মানে মাসখানেকের মধ্যেই ওটিটিতে চলে আসবে।’’
এদিন ছবি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েও মুখ্যমন্ত্রীকে বেঁধেন সুদীপ্ত। তিনি সংবাদমাধ্যমকে জানান, ওটিটিতে চলে এলে নিষেধাজ্ঞা আর কোনও কাজে আসবে না৷ বরং ছবি নিষিদ্ধ করে সরকারেরও লোকসান হল। ছবি দেখানো হলে যত টিকিট বিক্রি হত, তার ৯ শতাংশ ট্যাক্স যেত সরকারের ঘরে৷ ইগোর লড়াই করে সামান্য বিষয়কে নিয়ে জলঘোলা করা হল।