কলকাতা: ইন্ডাস্ট্রিতে বরাবরাই ঠোঁটকাটা বলে বদনাম রয়েছে তিনি। কোনও কিছু অন্যায় দেখলেই তিনি ফুঁসে ওঠেন৷ কাউকেই পরোয়া করেন না৷ এহেন বেপরোয়া শ্রীলেখা মিত্র আবার ভয়ঙ্কর পশুপ্রেমী৷ পরিবেশ নিয়েও বেশ চিন্তিত৷ পরিবেশ দূষণের ভাবনা তাঁকে সর্বক্ষণ তাড়া করে বেড়ায়৷ অথচ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না৷ তাছাড়াও বাড়িতে তাঁর প্রিয় পোষ্যরাও রয়েছে। তারাদেরও গরম সহ্য হয় না৷ তাই গরমের মরশুমে ঘর ঠান্ডা রাখার যন্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল শ্রীলেখা। তাঁর ১১ তলার ফ্ল্যাটের চারটে ঘরে প্রায় সর্ব ক্ষণ চলছে এসি। ফলে মাসের শুরুতে ইলেকট্রিকের বিলটিও এসেছে খাসা৷ যা দেখে মাথায় হাত অভিনেত্রীর। ফেসবুকে লিখেই ফেললেন, “এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।”
একটি ফ্ল্যাটের চার-চারটে ঘরে প্রতিদিন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চলছে৷ কিন্তু এতে কি এত টাকা বিল আসা স্বাভাবিক? এ প্রশ্নের জবাবে প্রথমসারির এক সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, “মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে৷ কিন্তু তা বলে প্রায় ১০ হাজার টাকার বিল! এটা অস্বাভাবিক। আমি এর আগেও পাঁচ হাজার, ছ’হাজার টাকা বিল দিয়েছি। তা বলে এত টাকা বিল আমি ভাবতে পারছি না। আমার তো কোনও বড়লোক বয়ফ্রেন্ড নেই যে টাকা দিয়ে যাবে! আমি অবিলম্বে কোম্পানিতে অভিযোগ জানাব।”
অভিনেত্রীর ফেসবুক পোস্টেও অনেকে নানা মন্তব্য করেছেন। কেউ তাঁর সুরে সুর মিলিয়েছেন৷ কারও আবার দাবি, শ্রীলেখার বাড়িতে ন্যায্য বিলই এসেছে৷ তবে একা শ্রীলেখা নয়, গত বছর গ্রীষ্মেও বিদ্যুতের বিল নিয়ে ভূরিভূরি অভিযোগ এসেছিল৷ রেগেমেগে টুইট করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। লম্বা বিলের অভিযোগ করেছেন আরও অনেক অভিনেতা৷ সমাজমাধ্যমের পাতায় নিজেদের ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি৷ এবার মোটা অঙ্কের বিল দেখে ক্ষুব্ধ শ্রীলেখা। অভিনেত্রীর চাইছেন, সংস্থায় অভিযোগ জানিয়ে নিজের সমস্যার সমাধান করতে।
প্রসঙ্গত, তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবির শুটিং সদ্যই শেষ করেছেন শ্রীলেখা মিত্র। প্রযোজক পেলে নিজের পরিচালনার কাজও শীঘ্র শুরু করবেন অভিনেত্রী। তবে শ্রীলেখা শুধু অভিনয়ের জন্যেই নন, ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর চর্চায় থেকেছেন৷ প্রেম থেকে বিচ্ছেদ, কিংবা রাজনীতি, বারবার শিরোনাম কেড়েছেন৷ দিন কয়েক আগের কথা৷ ফেসবুকে বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন অভিনেত্রী৷ এক অনুরাগী লিখেছিলেন, ‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না!’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>