১০০০ কোটির ব্যবসার পরেও থেমে নেই ‘পাঠান’, নতুন নজিরের পথে এই ছবি

১০০০ কোটির ব্যবসার পরেও থেমে নেই ‘পাঠান’, নতুন নজিরের পথে এই ছবি

মুম্বই: চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েই দেশ তো বটেই বিশ্বে নজির গড়েছে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। ১০০০ কোটির ব্যবসা ছাড়িয়েছে এই সিনেমা। সম্প্রতি আবার বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সেখানেও দাপিয়ে ব্যবসা করছে। এই অবস্থায় আরও বড় রেকর্ড করতে চলেছে কিং খানের এই ছবি। জানা গিয়েছে, রাশিয়া এবং কমনওয়েলথ দেশগুলিতে ৩ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে এ বার মুক্তি পাবে এই স্পাই থ্রিলার। আগামী ১৩ জুলাই নতুন করে মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। 

চার বছর পর ‘পাঠান’ দিয়েই পর্দায় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এই ছবি যে এত বড় মাপের সাফল্য পাবে তা হয়তো তিনিও আশা করেননি। কিন্তু এখন এই ছবির সাফল্য আটকানোই যাচ্ছে না। ভারত সহ বিশ্বের একাধিক দেশে মুক্তি পাওয়ার পর বাংলাদেশ, রাশিয়া সহ আরও অনেক দেশে নতুন করে মুক্তি পাচ্ছে এই ছবি। এটাও একটা নজিরই বটে। আবার শোনা গিয়েছে, চিনেও নাকি মুক্তি পেতে পারে ‘পাঠান’। তাহলে এই ছবির ব্যবসা যে আরামসে ১৫০০ কোটি ছাড়াবে বিশ্ব বাজারে তা বলাই বাহুল্য।