ক্ষমা চাইতে হবে আদিত্যনাথ সহ বিজেপি মুখ্যমন্ত্রীদের! ‘আদিপুরুষ’ ইস্যুতে বিরক্ত শিবসেনা

ক্ষমা চাইতে হবে আদিত্যনাথ সহ বিজেপি মুখ্যমন্ত্রীদের! ‘আদিপুরুষ’ ইস্যুতে বিরক্ত শিবসেনা

নয়াদিল্লি: মুক্তি পাওয়ার আগে থেকে ছবিটির স্পেশ্যাল এফেক্ট নিয়ে কটাক্ষ করা হচ্ছিল। কিন্তু ‘আদিপুরুষ’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর দর্শক যা দেখলেন তা স্পেশ্যাল এফেক্টকেও ছাপিয়ে যায়। রামায়ণের কাহিনী অবলম্বনে তৈরি ছবির চরিত্রদের মুখে নিম্নরুচির সংলাপ, রামায়ণের আসল কাহিনীর ইচ্ছে মতো পরিবর্তন, এমনকি চরিত্রদের পোশাক নিয়েও রেগে আগুন দর্শক। এবার এই ইস্যুতে তোপের মুখে বিজেপির মুখ্যমন্ত্রীরা। তাদের নিশানা করে বড় দাবি জানিয়েছে শিবসেনা। 

এই সিনেমা মুক্তি পাওয়ার পর দেখা গিয়েছে ছবিটিকে ‘আশীর্বাদ’ করেছেন একাধিক বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাতে নাম আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। সেই প্রেক্ষিতেই শিবসেনার দাবি, বিতর্কিত এই ছবির সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, তাই তাদের ক্ষমা চাইতে হবে। এছাড়াও ছবির নির্মাতা থেকে শুরু করে সেন্সর বোর্ডের কর্তা সকলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলা হয়েছে। ভগবান রাম এবং রামায়ণের কাহিনীকে অপমান করার অভিযোগ করা হয়েছে ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটারে এই দাবি করেছেন। 

প্রসঙ্গত, ছবির শুরতেই আটজন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এছাড়াও আছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =