গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, সংক্রমণ নিয়ে ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, সংক্রমণ নিয়ে ভর্তি হাসপাতালে

কলকাতা: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ গত সপ্তাহে সেলুলাইটিসের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। সেই সময় জেনারেল ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিন্তু, অবস্থার অবনতি ঘটলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় মাধবীকে।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো হলেও, তিনি সম্পূর্ণ বিপদমুক্ত নন৷ তাই তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে। অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে যে, তাঁর দু’পা জুড়ে ব়্যাশ বেরিয়েছিল। সেই কারণেই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর পায়ে সংক্রমণ হয়েছে৷ 

সেই মতোই চিকিৎসা শুরু হয় অভিনেত্রীর। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন৷ বৃহস্পতিবার ফের টেস্ট করা হবে। সেই রিপোর্ট দেখার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে, বর্ষীয়ান অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। তবে পুরো বিষয়টিই এখন টেস্টের রিপোর্টের উপর নির্ভর করছে। সূত্রের খবর, বুধবার রাতে ওষুধের কারণে ভালো করে ঘুমাতে পারেননি মাধবী। তাই বৃহস্পতিবার সকাল থেকেই তিনি গভীর ঘুমে মগ্ন। 

প্রসঙ্গত, বলে রাখি যে, সেলুলাইটিস হল একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই সাধারণ ব্যাকটেরিয়া থেকেই গুরুতর অসুখ হতে পারে। সাধারণত পায়ের নীচের অংশেই এই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। এর ফলে ত্বক লাল হয়ে ফুলে যায়। কোনও কিছুর সঙ্গে স্পর্শ হলেই ব্যথা অনুভূত হয়। তাই  শরীরে এমন ব়্যাশ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =